অজয় মিত্র: সনাতন টিভি
বছর ঘুরে জানুয়ারী ফেব্রুয়ারী মাস এলেই আমেজ শুরু হয়ে যায় সরস্বতী পূজার। চারদিকে দিনে দিনে বিস্তৃত কলেবরেই আয়োজন হয় পূজার।
সরস্বতী পূজার সঙ্গে যে ফল সবচেয়ে বেশী পরিচিত, তা হল কুল। সরস্বতী পূজার প্রসাদে এই ফল থাকবেই থাকবে। টক-মিষ্টি স্বাদের ছোট্ট এই ফল ছোট থেকে বড় সকল মানুষেরই খুব প্রিয়।
কিন্তু ছোটবেলা থেকে আমরা সবাই শুনে এসেছি যে, সরস্বতী পূজার আগে কুল খেতে নেই, তাহলে নাকি সরস্বতী ঠাকুর রেগে যান এবং পরীক্ষায় পাশ করা যায় না! বাড়ির বড়রা ছোটদের প্রায়ই বলে থাকেন এই কথা। পূজার অঞ্জলি দিয়ে তার পরেই প্রসাদে কুল খাওয়ার রীতি প্রচলিত বহুদিন ধরে।
তবে জেনে নেওয়া যাক এর পিছনে প্রচলিত কিছু কথাঃ
পৌরাণিক কাহিনী অনুসারে, বৈদিক দর্শন বিদ্যা অর্জনের উদ্দেশ্যে দেবী সরস্বতীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব দীর্ঘদিন বদ্রিকাশ্রমে তপস্যা করেছিলেন। ব্যাসদেবের তপস্যা শুরুর আগে তাঁর তপস্যাস্থলের কাছে দেবী একটি কুল বীজ রেখে বলেন যে, এই কুলবীজ অঙ্কুরিত হয়ে চারা হবে, তারপর বড় গাছ হবে, সেই গাছের কুল যেদিন পেকে ব্যাসদেবের মাথায় পড়বে, সেই দিনই দেবী সন্তুষ্ট হবেন। ব্যাসদেবও সেই শর্ত মেনে নিয়ে তপস্যা শুরু করলেন।
সেই কুল বীজ থেকে বড় গাছ হয়ে, সেই গাছের কুল যেদিন ব্যাসদেবের মাথায় পড়ে, তখন তিনি বুঝতে পারেন যে দেবী সরস্বতী তাঁর প্রতি তুষ্ট হয়েছেন। সেই দিনটি ছিল বসন্ত শুক্লা পঞ্চমী। সেই দিন সরস্বতীকে কুল নিবেদন করে ব্যাসদেব ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেছিলেন।
তাই প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিনের আগে আমরা কুল খাই না। শ্রীপঞ্চমীর দিন সরস্বতী দেবীকে কুল নিবেদন করার পরেই কুল খাওয়া হয়।
কিন্তু কোনও লোকাচার বা শাস্ত্রের নিয়ম তো ছোটরা বোঝে না বা মানতে হয়তো চাইবে না। তাই বাড়ির বড়রা তাদের এই বলে ভয় দেখান যে, সরস্বতী পূজার আগে কুল খেলে পরীক্ষায় পাশ করা যায় না।
তবে স্বাস্থ্যগত কারণেও সরস্বতী পূজার আগে কুল খাওয়া ঠিক নয় বলেও অনেকে মনে করেন। সরস্বতী পূজার সময় বা তার আগে শীতকাল চলে। এই সময়ে ফ্লু টাইপ বিভিন্ন রকমের রোগ দেখা দেয় চারিদিকে। সর্দি-কাশি, জ্বর, পেটের সমস্যা ঘরে ঘরে লেগে থাকে এই সময়ে। তাছাড়া, মাঘ মাসের মাঝামাঝি সময়ের আগে কুল কাঁচা বা কশযুক্ত থাকে। আধ পাকা বা কাঁচা কুল খেলে পেটের সমস্যা বা শরীরের অন্যান্য আরও ক্ষতি হতে পারে। তাই কুল খাওয়া হয় না।
পৌরাণিক ব্যাপার, প্রচলিত কথা বা স্বাস্থ্যগত যেমন যুক্তিই থাকুক না কেন, সবকিছুকে নিয়েই সরস্বতী পূজার সাথে কুল খাওয়া বা না খাওয়ার অমোঘ আকর্ষণটাই যেন পরম আনন্দের। আক্ষেপ নয়, ছেলে-বুড়ো সকল বয়সীর কাছে যেন এ এক পরম্পরার অন্য রকম আত্মিক টান!
No comments:
Post a Comment