২৮৪ বছরের ইতিহাসে প্রথম, সুপ্রিম নির্দেশে স্থগিত পুরীর রথযাত্রা - Voice Of Sanatan
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Voice Of Sanatan

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

২৮৪ বছরের ইতিহাসে প্রথম, সুপ্রিম নির্দেশে স্থগিত পুরীর রথযাত্রা




এবছর রথযাত্রার অনুমতি দিয়ে ভগবান জগন্নাথ আমাদের ক্ষমা করবেন না৷’ বৃহস্পতিবার রথযাত্রা নিয়ে এক মামলা পরিপ্রেক্ষিতে এমনই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে৷ আর তাই করোনা আবহে সকলের সুরক্ষার কথা চিন্তা করে এবছর রথযাত্রার অনুমতি দিল না দেশের সর্বোচ্চ আদালত৷

আগামী ২৩ জুন রথ উৎসব৷ ওই দিন বোন সুভদ্রা ও দাদা বলরামকে নিয়ে জগন্নাথদেব রথে চেপে পাড়ি দেন মাসির বাড়ি৷ পরম্পরা ও ঐতিহ্য মেনে ২৮৪ বছর ধরে চলে এসেছে এই রীতি৷ কিন্তু ২০২০ সালে করোনা এসে সব তালগোল পাকিয়ে দেয়৷ একে একে সব ধর্মীয় উৎসব বাতিল হতে থাকে৷ পুরীর রথযাত্রাকে নিয়েও আশঙ্কা তৈরি হয়৷ তারপর বালাসোর জেলার ১২টি মন্দির, ময়ূরভঞ্জের ৬টি, সম্বলপুরের ৫টি মন্দির কর্তৃপক্ষ আগেই জানিয়ে দেয়, তারা মন্দিরের বাইরে রথযাত্রা উৎসব পালন করবেন না৷


তবে লোক সমাগম কমাতে এর আগেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ হাতি বা মেশিনে টানা হবে বলে নির্দেশ দিয়েছিল ওডিশা হাইকোর্ট। কিন্তু রথযাত্রা পুরোপুরি বন্ধের দাবিতে ওড়িশা বিকাশ পরিষদ নামে এক এনজিও সুপ্রিম কোর্টের কাছে পিটিশন দায়ের করে৷ পিটিশনে তারা জানায়, রথযাত্রাকে কেন্দ্র করে প্রচুর ভক্তের সমাগম হয়৷ এবছর এই ধর্মীয় উৎসব পালনের অনুমতি দিলে তা মানুষের স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে৷ মামলার শুনানি হয় প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বে গঠিত বেঞ্চে৷

সলিসিটর জেনারেল তুষার মেহতা বেঞ্চের কাছে অনুরোধ করেন, তারা যেন পুরোপুরি রথযাত্রা বন্ধের নির্দেশ না দেন৷ কিছুক্ষেত্রে ছাড় দিয়ে মানুষের সমাগম ছাড়া অন্তত ধর্মীয় অনুষ্ঠান পালনের অনুমতি দেওয়া হোক৷ কিন্তু বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, ধর্মীয় অনুষ্ঠান পালনের অনুমতি দিলেই জমায়েত হবে৷ তাই জনস্বার্থে এবং সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে রাজ্যকে রথযাত্রা এবং রথ উৎসব সংক্রান্ত ধর্মীয় অনুষ্ঠান স্থগিত রাখার নির্দেশ দেওয়া হচ্ছে৷ এবছর কোনও রথযাত্রা পালন করা যাবে না৷ ভগবান জগন্নাথ এজন্য আমাদের ক্ষমা করে দেবেন৷

No comments:

Post a Comment

Post Top Ad

আপনার বিজ্ঞাপন দিন।