
নিজস্ব প্রতিবেদক, বরগুনা:: বরগুনার তালতলীতে এক গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা বসতঘরে লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার শারিকখালী ইউনিয়নের রবিন চন্দ্র মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।
রবিন চন্দ্র মন্ডলের স্ত্রী সবিতা রানী মন্ডল জানান, শুক্রবার গভীর রাতে তাদের ঘরের জানালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে তাকে ৮-১০ জনের একদল দুর্বৃত্ত ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা ঘরে থাকা নগদ এক লাখ পাঁচ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালংকার ও জমির দলিল নিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় তার স্বামী সাবক ইউপি সদস্য রবিন চদ্র মন্ডলসহ পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিলেন না বলেও জানান তিনি।
এ বিষয়ে তালতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে তালতলী থানা পুলিশ। ঘটনার পর থেকেই পুলিশ জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।’
No comments:
Post a Comment