সারাদেশে ন্যায় চট্টগ্রামে ও পালিত হয়েছে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা, প্রবর্তব শ্রী কৃষ্ণ মন্দিরে উল্টো রথটি সিনেমা প্যালেস হতে, আন্দরকিল্লা, জামাল খান, চট্টশ্বরী হয়ে মেহেদীবাগ প্রবেশ করলে ইকুইটি ফেয়ারী ওনার্স ওয়েলফেয়ার সোসাইটি নামক এই বিল্ডিংয়ের উপর হতে কিছু ডিম ছুড়ে মারা হয় রথের উপর, এমন সময় ভক্তগন ঐ বিল্ডিং এর সামনে জড় হতে শুরু করে এই সময় মেট্রোপলিটন পুলিশ (নর্থ) এর ডেপুটি কমিশনার বিজয় বসাক ঘটনার স্থলে পৌছালে পরিস্থিতি শান্ত হয়, পরে উনার নেতৃত্বে পুলিশের একটি টিম ঐ বিল্ডিং চার্জ করে।
Post Top Ad
চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মেহেদীবাগ বিল্ডিং থেকে ছুড়ে মারা হলো ডিম।
সারাদেশে ন্যায় চট্টগ্রামে ও পালিত হয়েছে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা, প্রবর্তব শ্রী কৃষ্ণ মন্দিরে উল্টো রথটি সিনেমা প্যালেস হতে, আন্দরকিল্লা, জামাল খান, চট্টশ্বরী হয়ে মেহেদীবাগ প্রবেশ করলে ইকুইটি ফেয়ারী ওনার্স ওয়েলফেয়ার সোসাইটি নামক এই বিল্ডিংয়ের উপর হতে কিছু ডিম ছুড়ে মারা হয় রথের উপর, এমন সময় ভক্তগন ঐ বিল্ডিং এর সামনে জড় হতে শুরু করে এই সময় মেট্রোপলিটন পুলিশ (নর্থ) এর ডেপুটি কমিশনার বিজয় বসাক ঘটনার স্থলে পৌছালে পরিস্থিতি শান্ত হয়, পরে উনার নেতৃত্বে পুলিশের একটি টিম ঐ বিল্ডিং চার্জ করে।
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
আপনার বিজ্ঞাপন দিন।
No comments:
Post a Comment