চট্টগ্রামে উদযাপিত হলো শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব। - Voice Of Sanatan
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Voice Of Sanatan

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

চট্টগ্রামে উদযাপিত হলো শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব।


মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রাম প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে আয়োজনে উদযাপিত হলো উল্টো রথযাত্রা। 
গত ৪ জুলাই চট্টগ্রামে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উদযাপনের নবম দিনে ১২ জুলাই এই উল্টো রথযাত্রা উদযাপিত হয়,

 মুষলধারে বৃষ্টি হলেও ভক্ত সমাগম ছিল মুগ্ধকর।
 এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি মেয়র, আ,জ,ম নাছির উদ্দিন উদ্বোধক হিসেবে ছিলেন, অসিম কুমার সাহা, পুলিশ উপ কমিশনার বিজয় বসাক, প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিন কুড়ি চক্রবর্তী, ইসকন প্রবর্তক প্রধান লীলা রাজ গৌড় দাশ সহ আরো অনেক নেতৃবৃন্দ।



যাত্রা শেষে প্রবর্তক মন্দিরে সকল নেতৃবৃন্দ উভয় রথযাত্রা সু-সুম্পন্ন করার জন্য সকলের প্রতি আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করে

No comments:

Post a Comment

Post Top Ad

আপনার বিজ্ঞাপন দিন।