সারাদেশের ন্যায় কক্সবাজারেও বণার্ঢ্য আয়োজনে ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে উদ্যাপিত হয়েছে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা - Voice Of Sanatan
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Voice Of Sanatan

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

সারাদেশের ন্যায় কক্সবাজারেও বণার্ঢ্য আয়োজনে ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে উদ্যাপিত হয়েছে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা



বলরাম দাশ অনুপম, কক্সবাজার::

সারাদেশের ন্যায় কক্সবাজারেও বণার্ঢ্য আয়োজনে ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে উদ্যাপিত হয়েছে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা। উল্টো রথযাত্রা উপলক্ষে শুক্রবার জেলা শহরে ইস্কনের উদ্যোগে আয়োজন করা বণার্ঢ্য শোভাযাত্রার।
শোভাযাত্রার আগে স্থানীয় গোলদিঘীর পাড় চত্ত্বরে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা সভা।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার।
সভার উদ্বোধন করেন কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির। প্রধান আলোচক ছিলেন কক্সবাজার জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ।
উৎসবময় চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির আরো বক্তব্যে রাখেন-কক্সবাজার পৌরসভার কাউন্সিলর রাজ বিহারী দাশ, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি উদয় শংকর পাল মিঠু, সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দীপক দাশ ও সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক বলরাম দাশ অনুপম।
আলোচনা সভায় বক্তারা বলেন-স্বধর্ম পরিপালনের মধ্যে দিয়ে একজন সঠিক মানুষ হওয়া যায়। ধর্ম দর্শন, ধর্মীয় চেতনায় উজ্জীবিত হলে মানুষের মাঝেসৃষ্টি হয় মানবিক মূল্যবোধ। আর শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রার মধ্যে দিয়েই সেই মূল্যবোধ সৃষ্টিতে সকলকে এগিয়ে যেতে হবে। এতে রথযাত্রার মহিমা পাঠ করেন শ্রীশ্রী রাধা দামোদর মন্দিরের অধ্যক্ষ শ্রীমান রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারী।

আলোচনা সভার পর শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ঘোনারপাড়াস্থ ইস্কন মন্দিরে গিয়ে শেষ হয়।

No comments:

Post a Comment

Post Top Ad

আপনার বিজ্ঞাপন দিন।