জয় জগন্নাথ
জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে সনাতন বিদ্যার্থী সংসদ
চান্দগাঁও, চট্রগ্রাম।
শ্রীমৎ স্বামী তারানন্দন মহাকালী যোগাশ্রম মন্দির প্রাঙ্গণে ০৪-০৭-২০১৯ ইং রোজ বৃহস্পতিবার সকাল ১১টায় এক বিশাল সনাতনী সমাবেশ এবং শোভাযাত্রা (পথ র্যালী) রথযাত্রার সহিত বের হয় শেষ হয় মৌলবি বাজার প্রাঙ্গণে । যা সনাতনী সমাজে এক চমকপ্রদ ভূমিকা রাখতে চলেছে উক্ত যাত্রায় সকল বিদ্যার্থী
ভাই বোনরা। উক্ত মঙ্গলশোভাযাত্রা উদ্বোধন করেন চান্দগাঁও এর কৃতিসন্তান বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক, শিক্ষানুরাগী শ্রী সুকুমার চৌধুরীর সুযোগ্যপুত্র সনাতন বিদ্যার্থী সংসদ, চান্দগাঁও থানা শাখার অাহ্বায়ক শ্রী অমিত চৌধুরী মহোদয় এবং
আরো উপস্থিত ছিলেন সনাতন বিদ্যার্থী সংসদের উপদেষ্টা শ্রী সমীরণ মল্লিক, শ্রীসমীরণ দাশ ও শ্রী সুমন দেবনাথ মহোদয়।
No comments:
Post a Comment