
বাগপতের জেলাশাসক ঋষিরেন্দ্র কুমার সংবাদমাধ্যমে ওই ১৩ জনের হিন্দু ধর্ম গ্রহণ করার কথা জানিয়েছেন। ঋষিরেন্দ্র সংবাদমাধ্যমে জানিয়েছেন, ছেলের খুনের পর পুলিস ঠিকঠাক তদন্ত করেনি বলে অভিযোগ করেছেন আখতার।
আখতার আলি সংবাদমাধ্যমে জানিয়েছেন, গত ২৮ জুলাই বাগপতের নেভেদা গ্রামে আমার ছেলেকে খুন করা হয়। গাছে এমনভাবে তার দেহ ঝুলিয়ে দেওয়া হয় যেন মনে হয় ও আত্মহত্যা করেছে। পুলিস ও প্রতিবেশীর দরজায় ঘুরেছি। পুলিস কোনও তদন্তই করেনি। প্রতিবেশীরা সব জেনেও সাক্ষী দিতে চায়নি।এদিকে, এই ঘটনা কোনও ধর্মান্তর নয় বলে দাবি করেছে হিন্দু যুব বাহিনী। বরং এই ঘটনাকে তারা ঘর ওয়াপসি বলে মনে করছে। সংগঠনের পক্ষে জেলা সভাপতি যোগেন্দ্র তোমার সংবাদম্ধ্যমে জানিয়েছেন, ৫-৬ প্রজন্ম আগে ওদের পূর্বপুরুষ হিন্দুই ছিল। এখন তারা ফিরে এসেছে।
No comments:
Post a Comment