ঘুষ ছাড়াই পুলিশে চাকরি পেলেন উপমা পাল - Voice Of Sanatan
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Voice Of Sanatan

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

ঘুষ ছাড়াই পুলিশে চাকরি পেলেন উপমা পাল



হতদরিদ্র পরিবারের হাল ধরার স্বপ্ন পূরণে ঘুষ ছাড়াই সরকারি নিয়ম অনুযায়ী-ই মাত্র ১০০ টাকার ব্যাংক ড্রাফট দিয়ে-ই পুলিশ কনস্টেবল পদে চাকরি হয়েছে উপমা পালের। এতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে ওই পরিবারের সদস্যদের মাঝে। মেধার ভিত্তিতে উপমা পালের পুলিশে চাকরির মধ্য দিয়ে একটি নিশ্চিত উজ্জ্বল ভবিষ্যৎ ও হতদরিদ্র পরিবারের হাল ধরার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। উপমা পাল পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের কুড়াইতলী গ্রামের হতদরিদ্র ধনেরষর পালের মেয়ে। বাবা ধনেরষর পাল নরসিংদীর সমসের জুট মিলে কর্মরত একজন শ্রমিক। ধনেরষর পালের চার মেয়ের মধ্যে উপমা পাল দ্বিতী
য়।  জানা গেছে, পুলিশ কনস্টেবল পদে চাকরির আবেদন করতে ১০০ টাকা ফি জমা দিতে হয়। কোনো ধরণের ঘুষ বাণিজ্য ছাড়াই মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে লোক নিয়োগের ঘোষণা দিয়েছিলেন নরসিংদী পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ । এতে উদ্বুদ্ধ হয়েই উপমা পাল গত ২৪ জুন নরসিংদী পুলিশ লাইন্সে বাছাই পরীক্ষায় অংশ নেন। গত কয়েক দিন বিভিন্ন পরীক্ষা সম্পন্ন করে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন। মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে তাদের পরিবারে। এছাড়া পুলিশ কনস্টেবল পদে চাকরি হওয়ার পর পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল-আমিন হাওলাদার শনিবার দুপুরে পুলিশ ভেরিফিকেশনে গিয়ে উপমা পালকে ফুল দিয়ে বরণ ও মিষ্টি মুখ করান। এতে ওই পরিবারের মাঝে আরও আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
ঘুষ ছাড়া পুলিশ কনস্টেবল পদে চাকরি হওয়ার পর নিজের অনূভূতি প্রকাশ করে উপমা পাল এ প্রতিবেদককে বলেন, ছোট থেকেই স্বপ্ন ছিল লেখা-পড়া শিখে দরিদ্রতার কষ্ট দূর করতে পরিবার হাল ধরবো। এবং আমার দু’চোখ ভরা স্বপ্ন ছিল আমি একদিন দেশের মানুষের সেবা করবো। ঘুষ বাণিজ্য ছাড়াই মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে চাকরি হবে নরসিংদী পুলিশ সুপার মহোদয়ের এমন ঘোষণার পর আমিও পুলিশ কনস্টেবল পদে প্রতিযোগিতায় অংশ নেই। ভগবানের আশীর্বাদে পুলিশ  কনস্টেবল পদে আমার চাকরি হয়েছে। যেই স্যার পুলিশ ভেরিফিকেশনে এসে আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও মিষ্টি মুখ করিয়েছেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

No comments:

Post a Comment

Post Top Ad

আপনার বিজ্ঞাপন দিন।