চাঁদপুরে মন্দির ও প্রতিমা ভাংচুর পরিদর্শনে জাগো হিন্দু পরিষদ। - Voice Of Sanatan
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Voice Of Sanatan

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

চাঁদপুরে মন্দির ও প্রতিমা ভাংচুর পরিদর্শনে জাগো হিন্দু পরিষদ।




রাজীব চন্দ্র শীলঃ চাঁদপুর শহরের পুরান বাজারের দাসপাড়ায় সার্বজনীন দুর্গা মন্দির ও প্রতিমা ভাংচুর করা হয়।এই খবর পেয়ে ১৪ই জুন শুক্রবার জাগো হিন্দু পরিষদ চাঁদপুর জেলা কমিটির আহ্বায়ক সাংবাদিক ও মানবাধিকার কর্মী রাজীব চন্দ্র শীল, সদস্য সচিব শিশির সরকারের নেতৃত্বে,যুগ্ম আহ্বায়ক রাজু সূত্রধর,সদস্য রাজুকানাই চন্দ্র সূত্রধর, রামচরন সরকার,অনিক দাস,বলাই দাস,সুমন সরকার ও আশিস রায় সহ একটি প্রতিনিধি দলকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠান ও স্থানীয়দের সাথে কথা বলে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলেন। বৃহস্পতিবার (১৩ জুন) ভোর রাত ৪ ঘটিকার দিকে দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটায় ফরিদুল ইসলামের নেতৃত্বে ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ দুষ্কৃতিকারী। এই ঘটনায় পুলিশ,ফরিদুল ইসলাম দিদার (৫০), ইদ্রিস দিদার, রাজু দিদার, আবুল ডাক্তারের ছেলে আতিক ও আব্দুল আলিমকে আটক করে। স্থানীয়রা জাগো হিন্দু পরিষদের প্রতিনিধি দলকে জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাতে দুর্গা মন্দিরে হামলা চালায় বাসেত চৌধুরী, আবদুল কাদের মিজি ও খোরশেদ আলমসহ সংঘবদ্ধ একটি চক্র। রাতে তারা পরিকল্পিতভাবে দুর্গা মন্দিরে ভাংচুর করে অন্যত্র ফেলে দেয় এবং প্রতিমা ভাঙচুর করে। এছাড়া পার্শ্ববর্তী কালি মন্দিরের একটি প্রতিমা ভাংচুর করে। এই ঘটনা শুনে হিন্দু সম্প্রদায়ের লোকজন ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ মিছিল করে।শিক্ষামন্ত্রী ডাঃদীপু মনি,আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী,চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবিরসহ হিন্দু সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উত্তেজিত জনতাকে শান্ত করেন। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।জাগো হিন্দু পরিষদ চাঁদপুর শাখা উক্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তীর দাবী জানায়।

No comments:

Post a Comment

Post Top Ad

আপনার বিজ্ঞাপন দিন।