
এবার নরসিংদী পৌর এলাকার বীরপুর এলাকায় ফুলন রানী বর্মণ (২২) নামে এক তরুণীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। গুরুতর অবস্থায় রানীকে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে। রানী নরসিংদী উদয়ন কলেজ থেকে গত বছর এইচএসসি পাস করেন। তিনি বীরপুর এলাকার যুগেন্দ্র বর্মণের মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, বাড়ির পার্শ্ববর্তী একটি দোকান থেকে মোবাইল ফোনে রিচার্জ শেষে বাসায় ফিরছিলেন রানী। এসময় হঠাৎ অজ্ঞাতনামা ২জন দুর্বৃত্ত তার হাত-মুখ চেপে ধরে পাশের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে কেরোসিন ঢেলে তার শরীরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। রানীর চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় হাসপাতালে স্বজনদের সঙ্গে কথা বলাসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তের পর আগুন লাগানোর কারণ ও কারা এ ঘটনার সঙ্গে জড়িত বলা যাবে।
আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি
No comments:
Post a Comment