দক্ষিন চট্টগ্রামে আনোয়ারা রায়পুরে শুরু হতে যাচ্ছে, শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দির।। মন্দিরে বিগত চার বছর যাবত উন্ন্যয়ন করে যাচ্ছে ও শ্রী শ্রী লোকনাথ বাবার বিভিন্ন অনুষ্ঠান প্রস্তুতি গ্রহন করে আসছে কমিটির পরিচালনা পরিষদের প্রধান প্রতিষ্ঠাতা শ্রী যুক্ত বাবু জনি শীল।। শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দিরের কাজ শেষ করতে সে বদ্ধ পরিকর।। তার বাস্তবায়ন কাজে সকলের সাব্বিক সহযোগিতা কামনা করেন।। ইতি মধ্যে, মন্দির ভূমি ও মাঠ ভরাট কাজ সম্পন্ন করেন।। আগামী দু বছরের মধ্যে শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দিরের কাজ সম্পন্ন হওয়া আশা প্রকাশ করেন।।
====== সৌজন্যঃ-শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির কমিটি।। রায়পুর, আনোয়ারা চট্টগ্রাম।।
No comments:
Post a Comment