সারাদেশে সংখ্যালঘু নির্যাতন ও এডভোকেট পলাশ কুমার রায়কে জেল খানায় পুঁড়িয়ে হত্যার প্রতিবাদে চাঁদপুর জাগো হিন্দু পরিষদের মানববন্ধন - Voice Of Sanatan
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Voice Of Sanatan

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

সারাদেশে সংখ্যালঘু নির্যাতন ও এডভোকেট পলাশ কুমার রায়কে জেল খানায় পুঁড়িয়ে হত্যার প্রতিবাদে চাঁদপুর জাগো হিন্দু পরিষদের মানববন্ধন



রাজীব চন্দ্র শীলঃ (সনাতন টিভি) প্রতিনিধি এডভোকেট পলাশ কুমার রায়কে জেল খানায় পুঁড়িয়ে হত্যা ও সারাদেশে সংখ্যালঘু নির্যাতনের ন্যায় বিচারের দাবীতে চাঁদপুর জাগো হিন্দু পরিষদ আজ রবিবার সকাল ১০ ঘটিকায় চাঁদপুর কালীবাড়ি মোড় শপথ চত্ত্বরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাগো হিন্দু পরিষদ কুমিল্লা জেলার উপদেষ্টা এডভোকেট মানিক ভৌমিক,চাঁদপুর জেলার আহ্বায়ক এবং কচুয়া থানার সভাপতি সাংবাদিক ও মানবাধিকার কর্মী রাজীব চন্দ্র শীল,চাঁদপুর জেলার সদস্য সচিব শিশির সরকার,যুগ্মআহ্বায়ক রুপক মল্লিক,রাজু সুত্রধর,শাহরাস্তী শাখার আহ্বায়ক জয়জিত সরকার,সদস্য সচিব কার্তিক পাল,হাজীগঞ্জ থানার প্রতিনিধি পঙ্কজ সাহা,

ফরিদগঞ্জ থানার প্রতিনিধি প্রেমিক সরকার সাগর,কচুয়া থানার প্রতিনিধি সবুজ সরকার,কুমিল্লা জেলার সদস্য পীযুষ সরকার,চাঁদপুর জেলার সদস্য বিধান প্রমুখ।বক্তব্যে এডভোকেট মানিক ভৌমিক বলেন, যে জেলখানার স্লোগান হচ্ছে রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ,সেই জেলখানায় যদি একজন আইনজীবী ও মুক্তিযোদ্ধার সন্তানকে পুঁড়িয়ে মারা হয় তাহলে ঐ স্লোগানটির কতটুকু গুরুত্ব আছে কোথায়। 

এডভোকেট পলাশ কুমার রায়কে কেন কারা জেলহাজতে পুড়িয়ে মারা হয়েছে।এডভোকেট পলাশ কুমার রায়কে জেল খানায় পুঁড়িয়ে হত্যার বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তী দিতে হবে। যাতে ভবিষ্যতে আর এই রকম ন্যাক্কারজনক ঘটনা না ঘটে।আহ্বায়ক রাজীব চন্দ্র শীল বলেন,প্রশাসন যদি সদয়দৃষ্টি জ্ঞাপন করে এবং যারা সংখ্যালঘুদের উপর নির্যাতন করে তাদের আইনের আওতায় আনা হয় তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে এবং বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়াবে বাংলাদেশ ।

সাম্প্রদায়ীক সম্প্রীতির অনন্য নজির সৃষ্ঠি হবে।কারন একটি দেশ তখনই সুখি সমৃদ্ধি দেশে রুপান্তরিত হয় যখন সেদেশের সংখ্যালঘুরা নিরাপদে থাকে।বক্তারা বক্তব্য শেষে কালীবাড়ী মোড়ের শপথ চত্ত্বর থেকে র্যালী বের করে গোপালজিউ আখড়ায় শেষ করে এসময় পুরো রাস্তা জয় শ্রীরাম ধ্বনিতে সারাদেশে সংখ্যালঘু নির্যাতন ও এডভোকেট পলাশ কুমার রায়কে জেল খানায় পুঁড়িয়ে হত্যার প্রতিবাদ জানানো হয় ।


No comments:

Post a Comment

Post Top Ad

আপনার বিজ্ঞাপন দিন।