অরিন্দম চক্রবর্তী (সনাতন টিভি) প্রতিনিধি ঃ ধর্মীয় মুলবোধ,কৃষ্টি ও সংস্কৃতি কে জাগ্রত করে প্রত্যক্ষভাবে যুক্ত দেশের সনাতনধর্মালম্বীদের গীতা ও বেদ শিক্ষা প্রদানকারী স্কুল সমুহকে আরো উৎসাহিত করতে শান্তি, অগ্রগতি ও মানবতা শ্লোগান নিয়ে দেহ গীতা সংগঠনের শুভযাত্রা শুরু হয়। গত ১৭ই মে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা চড়িহালদা হিন্দু পাড়াস্থ বন্ধু মিলন সংঘের পরিচালনায়,
গীতা ও বৈদিক শিক্ষা স্কুল অমৃতালয় স্কুলকে সম্মাননা প্রদান উপলক্ষে সভাপতি শ্রী বিষু দেব শীল'র সভাপতিত্বে অভিষেক চৌধুরী'র সঞ্চালনায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী মিঠুন চক্রবর্তী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাউজান রাম ঠাকুর আশ্রম,শ্রী নন্দন চক্রবর্তী সাংগঠনিক সম্পাদক, জাগো হিন্দু পরিষদ, নাজির হাট পৌরসভা, শ্রী অরিন্দম চক্রবর্তী,
দেহ গীতা সংগঠনের প্রতিষ্ঠাতা,শ্রী বন্ধন ভট্টাচার্য্য, শ্রী ছোটন চক্রবর্তী, ইমন চক্রবর্তী, শ্রী আদিত্য শীল, শ্রী সপু শীল, শ্রী শাওন শীল,শ্রী প্রদ্বীপ শীল,শ্রী সংলাপ শীল, শ্রী যীশু মহাজন,ও শ্রী জিতু ধর, আলোচনা সভা শেষে দেহ গীতা সংগঠনের পক্ষ থেকে বন্ধু মিলন সংঘের পরিচালনায়, গীতা ও বৈদিক শিক্ষা স্কুল অমৃতালয় স্কুলকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেওয়া হয়।

No comments:
Post a Comment