ঈশ্বরগঞ্জে সংখ্যালঘু রবিদাশ সম্প্রদায়ের বাড়ি দখল করতে সন্ত্রাসীরা হামলা চালালে ৫ জন আহত হয়েছেন।। - Voice Of Sanatan
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Voice Of Sanatan

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

ঈশ্বরগঞ্জে সংখ্যালঘু রবিদাশ সম্প্রদায়ের বাড়ি দখল করতে সন্ত্রাসীরা হামলা চালালে ৫ জন আহত হয়েছেন।।


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের একটি বাড়ি দখলে নিতে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী হামলা চালায় এক যুবলীগ নেতার। এ সময় বাধা দিতে এগিয়ে গেলে হিন্দু পরিবারের উপর সন্ত্রাসীদের হামলায় নারীসহ আহত হয়েছে পাঁচজন। এদের মধ্যে আহত চারজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উচাখিলা বাজারে এ ঘটনা ঘটেছে। এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে। স্থানীয়রা জানায়, উচাখিলা-ঈশ্বরগঞ্জ সড়কের পাশে ১০ শতক জমিতে মৃত কৈলাস রবিদাসের পরিবার বংশানুক্রমিকভাবে বাস করে আসছে। সম্প্রতি রবিদাসের ওই বাড়ির ওপর দৃষ্টি পড়ে স্থানীয় আবদুল আউয়াল গংয়ের। গতকাল রাতে প্রভাব খাটিয়ে আউয়ালের ছেলে স্থানীয় যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশ্রাফুল ইসলাম সোহেলের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল রবিদাস সম্প্রদায়কে ভিটাবাড়ি থেকে উচ্ছেদের জন্য সশস্ত্র হামলা চালায়।

No comments:

Post a Comment

Post Top Ad

আপনার বিজ্ঞাপন দিন।