খোকসার নির্যাতিত সংখ্যালঘু পরিবারের পাশে বাংলাদেশ স্টুডেন্ট ফোরাম সেন্ট্রাল - Voice Of Sanatan
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

Voice Of Sanatan

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

খোকসার নির্যাতিত সংখ্যালঘু পরিবারের পাশে বাংলাদেশ স্টুডেন্ট ফোরাম সেন্ট্রাল



মনোজিত মন্ডল
।। কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার রাধানগর গ্রামে নির্যাতিত পরিবারের সাথে দেখা করেন বাংলাদেশ স্টুডেনন্ট ফোরাম সেন্ট্রাল এর সভাপতি অজয় কুৃৃমার বিশ্বাস।তিনি নির্যাতিত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের রাধানগর গ্রামে সংখ্যালঘুর পরিবারের উপর গত ২৫-০৪-২০১৯ তারিখে আনুমানিক সকাল ১১ টার সময় সবজি ক্ষেতে পানি দিতে গেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুর্বৃত্তরা তাদের উপর হামলা করে।

এ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ স্টুডেন্ট ফোরামের কেন্দ্রীয় সভাপতি অজয় কুমার বিশ্বাস নিজাতীত সংখ্যালঘু পরিবারের সাথে সাক্ষাত ও সরজমীনে ঘটনা স্থল পরিদর্শন করেন। পরিদর্শন কালে, ঘটনাটিকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নির্যাতিত পরিবারের সদস্য শ্রী রাজ কুমার বিশ্বাস বলেন, আমার পরিবারের উপর প্রায়ই চাঁদা দাবি করত। বিগত দিনগুলোতে আমি চাঁদা দিয়ে আসছি কিন্তু আমাকে এক লক্ষ টাকা চাঁদা চাওয়ায় আমি দিতে অস্বীকার করলে তারা এসে আমাদের উপর আতঙ্ক ভাবে নির্যাতন চালায় ও হুমকি দিয়ে বলে এদেশ থেকে চলে যেতে হবে নইলে সবাইকে মেরে ফেলবো। ঘটনাটি সত্য হওয়ায় খোকসা থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করা হয়। খোকসা থানার মামলা নং 2। আসামিদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি বলে জানান তিনি। এখনো হুমকি দিয়ে যাচ্ছে, পুলিশ প্রসাশন নীরব দর্শকের ভূমিকা পালন করচ্ছে।কোন হস্তক্ষেপ নেই বলে জানান তিনি।

পরিদর্শন শেষে বাংলাদেশ স্টুডেন্ট ফোরামের সভাপতি অজয় কুমার বিশ্বাস অপকর্মের সাথে জরিত কারীদের অতি তাড়াতাড়ি গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন। যদি দ্রুত ভাবে আসামিদের না ধরা হয় তাহলে বাংলাদেশ স্টুডেন্ট ফোরামের উদ্যোগে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি দেবে বলে তিনি জানান। আরো বলেন সংখ্যালঘুদের নির্যাতন এটা বাংলাদেশের জন্য একটি দুঃখজনক।

Post Top Ad