
যোগী সরকার উত্তরপ্রদেশে ক্ষমতায় আসার পর থেকেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণের সম্ভাবনা জোরদার হয়েছে৷ যদিও পুরো বিষয়টিই বিচারাধীন৷ তবু দীর্ঘদিনের বাসনা পূরণ হওয়ার আশায় বুক বেঁধেছে অযোধ্যাবাসীদের একাংশ৷ আর সে কাজেই এবার ১৫ কোটি টাকা দেওয়ার ঘোষণা করলেন সপা নেতা বুক্কল নবাব৷মুলায়ম সিং যাদবের ঘনিষ্ঠ বলেই পরিচিত এই মুসলিম নেতা৷ যদিও যোগী সরকারের আমলে তাঁকে দেখা গেল একেবারে অন্য রূপে৷ সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে তিনি ঘোষণা করেন, ভগবান রাম অযোধ্যাতেই জন্মগ্রহণ করেছিলেন৷ তাই তাঁর মন্দির অযোধ্যাতেই তৈরি হওয়া উচিত৷ সে কারণে তিনি মন্দির নির্মাণ প্রকল্পে ১৫ কোটি টাকা দান করতে চান৷ তাঁর শখ, ভগবান রামের মাথায় মুকুট পরাবেন তিনিই৷ আর তাই সেই মুকুট নির্মাণের জন্যও ১০ লক্ষ টাকা দানের ঘোষণা করেছেন তিনি৷তবে অভিযোগ, অবৈধ নির্মাণ থেকে বাঁচতেই রামের সহায়তা নিচ্ছেন এই নেতা৷ গোমতী নদীর তীরের জমি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানান, জমি উত্তরাধিকার সূত্রে পাওয়া৷ তাঁর পূর্বপুরুষের যথেষ্ট পরিমাণ জমিজমা ছিল৷ যদিও এই জমি দখল করে ৮ কোটি টাকা নেওয়ার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে৷ প্রত্যাশিতভাবেই সে অভিযোগ অস্বীকার করেছেন ওই নেতা৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামত, সরকারি তদন্তের হাত থেকে বাঁচতেই রাম মন্দিরকে ঢাল করেছেন ওই নেতা৷
তথ্য সূত্রঃ
সংবাদ প্রতিদিন
No comments:
Post a Comment