রাম মন্দির নির্মাণে ১৫ কোটি দানের ঘোষণা মুসলিম নেতার - Voice Of Sanatan
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Voice Of Sanatan

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

রাম মন্দির নির্মাণে ১৫ কোটি দানের ঘোষণা মুসলিম নেতার


যোগী সরকার উত্তরপ্রদেশে ক্ষমতায় আসার পর থেকেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণের সম্ভাবনা জোরদার হয়েছে৷ যদিও পুরো বিষয়টিই বিচারাধীন৷ তবু দীর্ঘদিনের বাসনা পূরণ হওয়ার আশায় বুক বেঁধেছে অযোধ্যাবাসীদের একাংশ৷ আর সে কাজেই এবার ১৫ কোটি টাকা দেওয়ার ঘোষণা করলেন সপা নেতা বুক্কল নবাব৷মুলায়ম সিং যাদবের ঘনিষ্ঠ বলেই পরিচিত এই মুসলিম নেতা৷ যদিও যোগী সরকারের আমলে তাঁকে দেখা গেল একেবারে অন্য রূপে৷ সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে তিনি ঘোষণা করেন, ভগবান রাম অযোধ্যাতেই জন্মগ্রহণ করেছিলেন৷ তাই তাঁর মন্দির অযোধ্যাতেই তৈরি হওয়া উচিত৷ সে কারণে তিনি মন্দির নির্মাণ প্রকল্পে ১৫ কোটি টাকা দান করতে চান৷ তাঁর শখ, ভগবান রামের মাথায় মুকুট পরাবেন তিনিই৷ আর তাই সেই মুকুট নির্মাণের জন্যও ১০ লক্ষ টাকা দানের ঘোষণা করেছেন তিনি৷তবে অভিযোগ, অবৈধ নির্মাণ থেকে বাঁচতেই রামের সহায়তা নিচ্ছেন এই নেতা৷ গোমতী নদীর তীরের জমি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানান, জমি উত্তরাধিকার সূত্রে পাওয়া৷ তাঁর পূর্বপুরুষের যথেষ্ট পরিমাণ জমিজমা ছিল৷ যদিও এই জমি দখল করে ৮ কোটি টাকা নেওয়ার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে৷ প্রত্যাশিতভাবেই সে অভিযোগ অস্বীকার করেছেন ওই নেতা৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামত, সরকারি তদন্তের হাত থেকে বাঁচতেই রাম মন্দিরকে ঢাল করেছেন ওই নেতা৷

তথ্য সূত্রঃ সংবাদ প্রতিদিন 

No comments:

Post a Comment

Post Top Ad

আপনার বিজ্ঞাপন দিন।