হিন্দুধর্মে বিভিন্ন দেবদেবীর পূজা করা হয়৷ পূজা করার বিভিন্ন রিতী নীতি আছে,যাকে পূজাবিধি বলে৷ বিভিন্ন দেব দেবীর পূজা সঠিকভাবে করার জন্য ও পূজা রীতি নীতিসমূহ সঠিকভাবে পালন করার জন্য বিভিন্ন ধরনের সামগ্রীর প্রয়োজন হয় ৷এ সকল পূজাসামগ্রীকে পূজার উপকরণ বা উপাচার বলে৷ উদাহরণস্বরূপ বলা যায় পূজার রীতি নীতি বা বিধি অনুসারে অভীষ্ট দেবতার উদ্দেশ্যে নৈবেদ্য সমর্পন করতে হয়৷ নৈবদ্য এর জন্য বিভিন্ন ধরনের ফল মিষ্টি বা অন্যান্য খাদ্যদ্রব্যের প্রয়োজন হয় ৷এগুলোকেও পূজার উপকরণ বা উপাচার বলে৷ দেব দেবীর পছন্দ অনুসারে পুজা উপকরণেরও ভিন্নতা রয়েছে৷ তবে সাধারণভাবে বিভিন্ন দেব দেবীর পূজা করার জন্য নিম্নবর্ণিত উপকরণসমূহ ব্যবহৃত হয়ে থাকে---
১-বিগ্রহ বা প্রতিমা--পুজায় দেব দেবীর বিগ্রহ বা প্রতিমা নির্মান করা হয়৷
২-কলস বা ঘাট---পুজার উপকরণ হিসেবে মাটি বা ধাতুর তৈরি একটি কলস বা ঘট ব্যবহার করা হয় ৷পূজার সময় কলসটি গঙ্গা নদীর জল বা প্রবাহমান নদীর পরিষ্কার জল দিয়ে পূর্ণ করা হয় ৷ কলসকে মঙ্গলঘটও বলা হয় অর্থ্যাৎ কলস বা ঘট মঙ্গলের প্রতীক ৷ একে মা পৃথিবীর সঙ্গে তুলনা করা হয়৷ কলসের মুখে আম্রপল্লব ও তার ওপর একটি সবুজ নারিকেল স্থাপন করা হয়৷ এদের সঙ্গে সজীবতার সম্পর্ক রয়েছে৷ কলসের ঘাড় অগ্নিকে নির্দেশ করে ৷ এবং মুখের খোলা অংশ বায়ুকে নির্দেশ করে৷
৩-প্রদীপ--পূজার একটি উপকরণ প্রদীপ ৷প্রদীপসৃষ্ট আলো সকল অন্ধকার দূর করে বলে একে জ্ঞানের প্রতীক হিসেবে ধরা হয়৷ প্রদীপ আমাদের জীবনে আলো ও আত্মাকে নির্দেশ করে৷
৪-শঙ্খ---শঙ্খ মঙ্গলসূচক পূজা উপকরণ ,যা সৃষ্টির পবিত্র ধ্বনি সৃষ্টি করে৷ এর সুরেলা ধ্বনি যেন সকলকে জ্ঞানের জগতে আহ্বান জানায় ৷ তোমরা এসো দেবতার কাছে আনত হও, আত্মনিবেদন কর৷
৫-ফুলের মালা--ফুলের মালা দেব দেবীদের সম্মানিত ও সজ্জিত করার মাঙ্গলিক উপকরণ হিসেবে ব্যবহৃত হয়
৬- আসন-- আসন দেবতাদের বসার জন্য ব্যবহার করা হয়৷
৭-মুকুট- মুকুট দেবতাদের উচ্চ সম্মানের প্রতীক ৷
৮-পানসুপারি-পানের মধ্যে বিভিন্ন দেব দেবীর অধিষ্ঠান কল্পনা করা হয় ৷সুপারির কঠিন অংশ আমাদের অহংকারের প্রতীক যা পূজার শেষে দেবতাদের উদ্দেশ্যে সর্মপন৷ করা হয়
৯-কর্পূর--সুগন্ধি কর্পূর পূজার পরিবেশকে বিশুদ্ধ ও স্নিগ্ধ করে৷
১০-গঙ্গাজল--দেব দেবীকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য পবিত্র গঙ্গাজল ব্যবহার করা হয় ৷ কেননা হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে গঙ্গার জল পবিত্র৷ এ জলে বিভিন্ন ধরনের রোগ পীড়া ভালো করার ক্ষমতা বিদ্যমান৷ এ ছাড়াও এ জল অধ্যাত্মিক চিন্তা চেতনা ও বৈষয়িক সম্পদ বৃদ্ধির সহায়ক৷
১১-ধূপকাটি--ধূপকাটি আমাদের ইচ্ছাসমূহ নির্দেশ করে ৷ যা দেব দেবীর পূজার সময় বিশেষ পাত্রে রেখে প্রজ্জলিত করা হয়৷
১২--থালা--থালায় বিভিন্ন সামগ্রী পূজার উদ্দেশ্যে রাখা হয়৷
১৩-ধুপ ধুপ এক ধরনের সুগন্ধযুক্ত ধোঁয়া সৃষ্টিকারী পূজা উপকরণ যা আমাদেরকে খারাপশক্তির প্রভাব থেকে মুক্ত করে বলে বিবেচনা করা হয়৷
১৪--চন্দন--চন্দন কাঠ সুগন্ধি ৷চন্দন কাঠ জলে ঘষে অনুলেপন তৈরি করা হয়৷ চন্দনের গন্ধ পবিত্র পরিবেশের সৃষ্টি করে৷ এ কারণেই দেব দেবীর উদ্দেশ্যে সচন্দন পুষ্প এবং বিল্বপত্র নিবেদন করা হয়৷ চন্দন একটি মঙ্গল জনক ও নান্দনিক পূজা উপকরণ ৷
১৫--আবির --এক ধরনের লাল রঙের গুঁড়া যা দেব দেবীদের জন্য ব্যবহার করা হয়৷
১৬---চাল-- চাল বস্তুগত পূজা উপকরণ হি

No comments:
Post a Comment