পূজার সব উপকরনের ধারণা ....পড়ুন আর জানুন - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

পূজার সব উপকরনের ধারণা ....পড়ুন আর জানুন





হিন্দুধর্মে বিভিন্ন দেবদেবীর পূজা করা হয়৷ পূজা  করার বিভিন্ন রিতী নীতি আছে,যাকে পূজাবিধি বলে৷ বিভিন্ন দেব দেবীর পূজা সঠিকভাবে করার জন্য ও পূজা রীতি নীতিসমূহ সঠিকভাবে পালন করার জন্য   বিভিন্ন ধরনের সামগ্রীর প্রয়োজন হয় ৷এ সকল পূজাসামগ্রীকে পূজার উপকরণ বা উপাচার বলে৷ উদাহরণস্বরূপ বলা যায় পূজার রীতি নীতি বা বিধি অনুসারে অভীষ্ট দেবতার উদ্দেশ্যে নৈবেদ্য  সমর্পন করতে হয়৷ নৈবদ্য  এর জন্য বিভিন্ন ধরনের ফল মিষ্টি বা অন্যান্য খাদ্যদ্রব্যের প্রয়োজন হয় ৷এগুলোকেও পূজার উপকরণ বা উপাচার বলে৷ দেব দেবীর পছন্দ অনুসারে পুজা উপকরণেরও  ভিন্নতা রয়েছে৷ তবে   সাধারণভাবে বিভিন্ন দেব দেবীর পূজা করার জন্য নিম্নবর্ণিত উপকরণসমূহ ব্যবহৃত হয়ে থাকে---

১-বিগ্রহ বা  প্রতিমা--পুজায় দেব দেবীর বিগ্রহ বা প্রতিমা নির্মান করা হয়৷
২-কলস বা ঘাট---পুজার উপকরণ হিসেবে মাটি বা ধাতুর তৈরি একটি কলস  বা ঘট ব্যবহার করা হয় ৷পূজার সময় কলসটি গঙ্গা নদীর জল বা প্রবাহমান নদীর পরিষ্কার জল দিয়ে পূর্ণ করা হয় ৷ কলসকে মঙ্গলঘটও  বলা হয় অর্থ্যাৎ কলস বা ঘট মঙ্গলের প্রতীক ৷ একে মা পৃথিবীর সঙ্গে তুলনা করা হয়৷ কলসের মুখে আম্রপল্লব ও তার ওপর   একটি সবুজ নারিকেল স্থাপন করা হয়৷ এদের সঙ্গে সজীবতার সম্পর্ক রয়েছে৷ কলসের ঘাড় অগ্নিকে নির্দেশ করে ৷ এবং মুখের খোলা  অংশ বায়ুকে নির্দেশ করে৷
৩-প্রদীপ--পূজার একটি উপকরণ প্রদীপ ৷প্রদীপসৃষ্ট আলো সকল অন্ধকার দূর করে বলে  একে জ্ঞানের প্রতীক হিসেবে ধরা হয়৷ প্রদীপ আমাদের জীবনে আলো ও আত্মাকে  নির্দেশ করে৷

৪-শঙ্খ---শঙ্খ মঙ্গলসূচক পূজা উপকরণ ,যা সৃষ্টির পবিত্র ধ্বনি সৃষ্টি করে৷ এর সুরেলা ধ্বনি যেন সকলকে জ্ঞানের  জগতে আহ্বান জানায় ৷ তোমরা এসো দেবতার কাছে আনত হও, আত্মনিবেদন কর৷

৫-ফুলের মালা--ফুলের মালা দেব দেবীদের সম্মানিত ও সজ্জিত করার মাঙ্গলিক উপকরণ হিসেবে ব্যবহৃত হয়

৬- আসন-- আসন দেবতাদের বসার জন্য ব্যবহার করা হয়৷
৭-মুকুট- মুকুট দেবতাদের উচ্চ সম্মানের প্রতীক ৷
৮-পানসুপারি-পানের মধ্যে  বিভিন্ন দেব দেবীর অধিষ্ঠান  কল্পনা করা হয় ৷সুপারির কঠিন অংশ আমাদের অহংকারের প্রতীক যা পূজার শেষে দেবতাদের উদ্দেশ্যে সর্মপন৷  করা হয়
৯-কর্পূর--সুগন্ধি কর্পূর পূজার পরিবেশকে বিশুদ্ধ ও স্নিগ্ধ করে৷
১০-গঙ্গাজল--দেব দেবীকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য পবিত্র গঙ্গাজল ব্যবহার করা হয় ৷ কেননা হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে গঙ্গার জল পবিত্র৷ এ জলে বিভিন্ন  ধরনের রোগ পীড়া ভালো করার ক্ষমতা বিদ্যমান৷ এ ছাড়াও এ জল অধ্যাত্মিক  চিন্তা চেতনা ও বৈষয়িক সম্পদ বৃদ্ধির সহায়ক৷
১১-ধূপকাটি--ধূপকাটি আমাদের ইচ্ছাসমূহ নির্দেশ করে ৷ যা দেব দেবীর পূজার সময় বিশেষ পাত্রে রেখে  প্রজ্জলিত করা হয়৷
১২--থালা--থালায় বিভিন্ন সামগ্রী  পূজার উদ্দেশ্যে রাখা হয়৷
১৩-ধুপ ধুপ এক ধরনের সুগন্ধযুক্ত ধোঁয়া সৃষ্টিকারী পূজা উপকরণ যা আমাদেরকে খারাপশক্তির  প্রভাব থেকে  মুক্ত করে বলে বিবেচনা করা হয়৷
১৪--চন্দন--চন্দন কাঠ সুগন্ধি ৷চন্দন কাঠ জলে ঘষে অনুলেপন তৈরি করা হয়৷ চন্দনের গন্ধ পবিত্র পরিবেশের সৃষ্টি করে৷ এ কারণেই দেব দেবীর উদ্দেশ্যে সচন্দন পুষ্প এবং বিল্বপত্র নিবেদন করা হয়৷ চন্দন একটি মঙ্গল জনক ও নান্দনিক পূজা উপকরণ ৷
১৫--আবির --এক ধরনের লাল রঙের গুঁড়া যা দেব  দেবীদের জন্য ব্যবহার করা হয়৷

১৬---চাল-- চাল বস্তুগত পূজা উপকরণ হি

No comments:

Post a Comment

Post Top Ad