স্বর্গ লাভ করতে চান? অব্শ্যই ব্রত পালন করুন৷ব্রত ও ব্রতপালনে করণীয়- - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

স্বর্গ লাভ করতে চান? অব্শ্যই ব্রত পালন করুন৷ব্রত ও ব্রতপালনে করণীয়-



হিন্দুদের ধর্মচর্চার ক্ষেত্রে পূজা,উপাসনা , পার্বন ও ব্রত পালনের বিধান রয়েছে৷পূণ্য অর্জন ও পাপ হতে মুক্তির ইচ্ছায় অনুষ্ঠিত ধর্মকর্মকেই ব্রত বলে৷ অর্থ্যাৎ ব্রতপালনের উদ্দেশ্য হলো কোনো আকাঙ্ক্ষা পূরণেরজন্য বিশেষ কিছু আচার বিধি পালন করা৷ হিন্দুধর্মাবম্বীরা বিপত্তারিণী জামাইষষ্ঠী জষ্মাষ্ঠমী ,শিবরাত্রি  ইত্যাদি অনেক ব্রত পালন করে থাকেন৷ব্রতপালনের কিছু সুনির্দিষ্ট নিয়মও আছে৷ ব্রতের আগের দিন সংযম পালন করতে হয় এবং ব্রতের দিন ব্রত  শেষ হওয়া পর্যন্ত উপবাস অব্যশই করণীয়৷ যে দিনে বা তিথিতে যে ব্রত উদযাপন করা হয় সে দিনে বা তিথিতে ভক্তগণ উপবাস থেকে নির্দিষ্ট দেব দেবীর উদ্দেশে পূজা নিবেদন করেন৷ প্রতিটি ব্রতের ব্রতকথা আছে৷ ব্রত পালনের  সময় সুর্নিদিষ্ট ব্রতকথা বলা বা পাঠ করা হয়৷ ভক্তগণ ভক্তিসহকারে সে ব্রতকথা শোনেন ৷

শিবরাত্রির ব্রত----ফাল্গুন মাসের কৃষ্ণাতিথিতে শিবের আরাধনা করা হয়৷শিব মঙ্গলময়৷ তিনি জগতের  অকল্যাণ অসুন্দর ও অন্যায় দূর করেন৷ তাই তার অনুগ্রহ লাভের জন্য যে ব্রত পালন করা হয় তাকেই শিবরাত্রি ব্রত বলা হয়৷ শিব অল্পতেই তুষ্ট হন৷এজন্য তার এক নাম আশুতোষ ৷একদিন শিব পার্বতি  একত্রে  অবস্থান করছিলেন৷ পার্বতী শিবকে প্রশ্ন করলেন  তিনি কিসে তুষ্ট হন৷? উত্তরে শিব বললেন--কেউ উপবাসী হয়ে ভক্তিভরে একটি বিল্বপত্র দিয়ে ও আমার অর্চনা করলে আমি তাতেই তুষ্ট হয় ৷বহু উপাচারে আমার অর্চনা করার প্রয়োজন হয় না৷ হে দেবী এই হলো আমার প্রিতীকর ব্রত৷ এই ব্রতের ফলস্বরূপ ভক্ত তার বাসনার বস্তু পেয়ে থাকে৷ আমার অনুগ্রহ তার উপর সর্বক্ষন বর্ষিত হয়৷ এ কথার অর্থ শিব ভক্তের ভক্তি দেখেন উপাচারের বাহুল্য নই৷ তাই শ্রদ্ধাসহ ভক্তের সামান্য বিল্বপত্রের অঞ্জলিতেই তিনি সন্তুষ্ট হন ৷ শিবরাত্রির ব্রত পালনের কিছু নিয়ম আছে ৷ যেমন -শিবরাত্রির আগের দিন থেকেই  ভক্ত সংযম অবলম্বন করবেন৷ বাক্যে কর্মে ও চিন্তায় দেহ ও মনকে পবিত্র রাখবেন৷ উপবাস থেকে সারাদিন প্রয়োজনীয় কাজের মধ্যেও  শিবকে স্ণরণ করবেন৷শিবরাত্রির অানুষ্ঠানিক কর্মের মধ্যে  রয়েছে রাত্রির চার প্রহরে শিবকে চারবার অর্চনা করা ৷প্রথম প্রহরে শিবকে দুধ দিয়ে স্নান করাতে হয়৷ দ্বিতীয় প্রহরে দধি দিয়ে স্নান করাতে হয়৷ তৃতীয় প্রহরে  ঘৃত দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হয়৷ প্রতিবার স্নানের শেষে  পূজা ধ্যান করতে হয় ৷ এভাবে সারারাত্রি শিবের পূজায় কাটে৷ পরের দিন ভক্ত শিবকে পূজা দিয়ে  উপবাস ভেঙে  পারণ করেন৷

শিবরাত্রির ব্রত কথা--শিবরাত্রির একটা ব্রত কথা আছে৷এখন সেই ব্রতকথাটি শোনা যাক৷

শিবরহস্য নামক ধর্মগ্রন্থে বর্ণিত হয়েছে পুরাকালে বারাণসী নগরে এক ব্যাধ বাস করতেন৷  তার খর্বদেহ, কৃষ্ণকায়,পিঙ্গল চোখ ও পিঙ্গল চুল৷ দেখতে ভয়ঙ্কর ছিলেন সেই ব্যাধ ৷আবার তার সঙ্গে থাকত পশুপাখি ধরার জাল ,অস্ত্রসত্র, ইত্যাদি ৷বনের পশু পাখি শিকার করে তাদের মাংস বিক্রি করায় ছিল তার পেশা৷ একদিন তিনি বনে গিয়ে প্রচুর পশু শিকার করলেন ৷তারপর মাংসের ভার বহন করে বাড়ির দিকে রওনা করলেন৷ বোঝা খুব ভারীছিল ৷ চলেও গিয়েছিলেন গভীর বনে৷ ক্লান্ত শ্রান্ত হয়ে তিনি  বিশ্রামের জন্য একটি গাছের গোড়ায় শুয়ে পড়লেন৷ দারুন ক্লান্তিতে তিনি অতি দ্রুত ঘুমিয়ে পড়লেন৷ সূর্য অস্ত গেল৷রাত নামল৷ চতুর্দশী তিথির অন্ধকার রাত ৷ গভীর অন্ধকারে তিনি কি করে বাড়ি ফিরবেন! অন্ধকারে বন্য পশুরা যদি আক্রমন করে ! এসব ভেবে তিনি একটা গাছের ডালে শিকার করা পশুর মাংস ঝুলিয়ে রাখলেন এবং নিজে চড়ে বসলেন ওই গাছের ডালে৷ গাছটি ছিল বেল গাছ৷ গভীর রাতে শীতার্ত ও ক্ষুধার্ত  ব্যাধের শরীল কাপতে লাগল৷ তখন আবার শিশির  পড়ছিল৷ ঠান্ডা শিশিরে  ব্যাধের কাপুনি গেল বেড়ে৷ ঘটনাচক্রে  সেই বেলগাছের নিচে প্রতিষ্ঠিত ছিল শিবের প্রতীক শিবলিঙ্গ৷ শিবচর্তুদশী র রাত্রিতে শিবের পূজা করা হয়৷ শিবকে বেলপাতা  দিয়ে জল দিয়ে পূজা করতে হয়৷ ব্যাধ শীতে কাপছিলেন  এবং সজোরে  গাছের ডাল চেপে ধরেছিলেন৷ তাতে শিশিরভেজা বেলপাতা  আপনা থেকেই ছিন্ন হয়ে শিবলিঙ্গের উপর পড়ল৷ এভাবেই তো ভক্তরা জল ও বেলপাতা দিয়ে শিবচর্তুদশী রাত্রিতে শিবের পূজা করে থাকেন৷ ঐ ব্যাধও শিশির ও বেলপাতা দিয়ে নিজের অজ্ঞাতেই শিবকে পূজা করে ফেললেন৷ তিথিমাহাত্নে ব্যাধও শিব পূজার পূর্ণফল অর্জন করলেন৷


ব্যাধ যখন মারা গেলেন তখন যমদূতেরা চলে এলেন তার আত্মাকে নিয়ে যাওয়ার জন্য ৷ কারন তিনি জীবনে যে পাপ করেছিলেন  তার জন্য তাকে নরকবাস করতে হবে৷ কিন্তু তৎক্ষণাৎ চলে এলেন শিব দূতেরা ৷তারা তাকে শিবধামে  নিয়ে যাবেন৷তখন শিব দূত ও যম দূতদের মধ্যে ঝগড়া  লেগে গেল৷ পাপের ফলে  যার যমালয়ে যাওয়ার কথা  তাকে শিবদূতেরা শিবধামে নিয়ে যেতে চান..!  কিন্তু শিবদূতদের জন্য যমদূতেরা ব্যাধের কাছে  ঘেষতে পারছেন না৷ তখনতারা যমরাজের কাছে গিয়ে ঘটানাটা জানালেন৷ পরে তিনি জানতে পারেন শিব তার উপর তুষ্ট হয়েছেন৷শিবচর্তুদশী তে শিবরাত্রির ব্রত পালন করলে পাপীও স্বর্গ লাভ করে৷ তখন থেকে শিবভক্তরা  প্রতিবছর শিবরাত্রির ব্রত পালন করে আসছেন..৷

No comments:

Post a Comment

Post Top Ad