সনাতন ধর্ম ও হিন্দু ধর্ম মূলত একই ধর্ম ৷অন্য কথায় সনাতন ধর্মের অপর নাম হিন্দু ধর্ম৷৷ সনাতন শব্দের অর্থ চিরন্তন ৷ যা অতীতে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে ,সেটি সনাতন৷ সনাতন শব্দটিতে চিরদিনের কথা নির্দেশ করা হয়৷ সময়ের পরিবর্তনেও যার কোনো পরিবর্তন হয় না সেটিই সনাতন৷ হিন্দু শব্দটি এসেছে সিন্ধু শব্দ থেকে ৷সিন্ধুনদ প্রাচীনকাল থেকে প্রবাহিত ৷ এই নদীরতীরে প্রাচীনকালে সনাতন ধর্মের লোক বাস করতো ৷তাদের আচার আচরন ধর্ম বিশ্বাসে ছিল একটি বিশিষ্ট রূপ৷ বিদেশিদের কাছে এদের পরিচয় হয় সিন্ধু নদের নামে ৷ বিদেশিরাই সিন্ধু নদকে হিন্দু বলে উচ্চারন করত ৷ আর সেখানকার সনাতন ধর্মের লোকদেরকে তারা বলত হিন্দু৷ হিন্দুদের সনাতন ধর্মই তাদের ভাষায় হয়ে উঠে হিন্দু ধর্ম৷
এই ধর্ম অতি প্রাচীন৷ সময়ের অগ্রগতিতেও এ ধর্মের মূল ধারণাগুলো কোনো পরিবর্তন হয় নি৷ তবে দেশ কালের প্রয়োজনে মাঝে মধ্যে এ ধর্মে নতুন চিন্তা চেতনা সংযুক্ত হয়েছে৷ হিন্দুধর্ম নামে নতুন নামকরণ হয়েছে৷ এভাবেই সনাতন ধর্মের বিকাশ ঘটেছে এবং ঘটছে৷ মোট কথা সনাতন ধর্মের নতুন পরিচয় হচ্ছে হিন্দুধর্ম নামে৷ সনাতন ধর্মে যে চিন্তা চেতনা সেটিই হিন্দু ধর্মের চিন্তা চেতনা৷ হিন্দু ধর্মের মূল ধর্মবোধ হচ্ছে ঈশ্বরে বিশ্বাস কর্মফলে বিশ্বাস জষ্মান্তরে বিশ্বাস ঈশ্বর জ্ঞানে জীবসেবা দেব দেবীর পূজা পার্বন জগতের কল্যাণ সাধন ইত্যাদি৷
হিন্দু ধর্মের উৎপত্তির ইতিহাস সনাতন ধর্মের পরিচিতির মধ্যেই বর্তমান৷ সনাতন ধর্মের কোনো একজন মাত্র মুনি,হ্রষি বা অবতারপুরুষের প্রতিষ্ঠিত ধর্ম নয় ৷ আদিম মানুষের মনে যখন থেকে সত্য মিথ্যা ,ন্যায় অন্যায়বোধ জেগেছিল এক কথায় ধর্মবোধ জেগেছিল সেখান থেকে এ ধর্মের বিকাশ শুরু ৷ আর সমাজের চিন্তাশীল ধর্মপ্রাণ ব্যক্তিদের ধ্যান ধারনার ফসল নিয়ে এ ধর্ম ক্রমশ বিকাশ লাভ করে৷
হিন্দু ধর্মের মুলে রয়েছেন স্বয়ং ভগবান৷ ভগবান বা স্রষ্টা জগৎসৃষ্টির সাথে সাথে ধর্মেরও সৃষ্টি করেছেন৷ মানুষের জীবন সুন্দর ও সুখময় করার জন্য ধর্ম এসেছে৷ হিন্দু ধর্মের মূল বিশ্বাস হচ্ছে স্রষ্টা বা ভগবান আছেন৷ তার সৃষ্ট জগতে মানুষকে কাজ করতে হচ্ছে ৷ আর প্রতিটি কাজের যে ফল সেটিও মানুষকে ভোগ করতে হয়৷ একেই বলে কর্মফল যা জষ্মান্তরেও ভোগ করতে হয়৷ এর ফলে আসে জষ্মান্তরের কথা৷ অমঙ্গল ও দুষ্টজনের অত্যাচার থেকে জগতকে মুক্ত করার জন্য ভগবান অবতাররূপে অবির্ভূত হন৷ ঈশ্বরের উপাসনা নামজপ কীর্তন এবং দেব দেবীর পুজা আর্চনা ধ্যান ধারনা ইত্যাদি ধর্মকর্ম এর অনুশীলন করে মানুষ সুখ শান্তি এবং মুক্তি লাভ করতে পারে ৷
সনাতন ধর্ম চিন্তায় যেমন ছিল পুর্নজষ্ম অবতার ও মোক্ষলাভের কথা এ সবই রয়েছে হিন্দু ধর্মে৷ তবে হিন্দুধর্ম আচরণের পদ্ধতি হিসেবে কিছু কিছু পরিবর্তন লক্ষ করা যায় ৷ প্রাচীনকালে সনাতন বা হিন্দু ধর্মে ধর্মানুষ্ঠান ছিল যজ্ঞক্রিয়া ৷ সেটি ক্রমে দেব দেবীর আরাধনায় রুপ নিয়েছে ৷ যজ্ঞকর্মে দেব দেবীর শক্তি ও রূপের বণর্না নিয়ে যজ্ঞক্রিয়া হতো৷ পরবর্তীকালে ঐ দেব দেবীর রুপ কল্পনা করে বিগ্রহ বা প্রতিমার মাধ্যমে পূজা আর্চনার ব্যবস্থা হয়৷ সনাতন ধর্মের যে অবতার ও মোক্ষলাভের বিষয় রয়েছে এ সবই হিন্দু ধর্মের সম্পদ ৷ তবে ক্রমবিকাশের স্থরে স্থরে হিন্দুধর্মে আচার আচরণে কিছু কিছু নতুনত্ব এসেছে৷ বৈদিক যুগের যজ্ঞক্রিয়া পূজা অর্চনার মধ্য দিয়ে অগ্রসর হয়ে আধুনিক হিন্দুধর্মে শুধু ঈশ্বরের নাম ও গুনকীর্তন এর প্রচলন হয়েছে৷
No comments:
Post a Comment