শ্রীমঙ্গলের ২১ফুট উচ্চতার ধানের তৈরী সরস্বতী প্রতিমা নজর কাড়ছে দর্শনার্থীদের - Voice Of Sanatan
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Voice Of Sanatan

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

শ্রীমঙ্গলের ২১ফুট উচ্চতার ধানের তৈরী সরস্বতী প্রতিমা নজর কাড়ছে দর্শনার্থীদের

 


মৌলভীবাজার প্রতিনিধিঃ- মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শহরতলীর সবুজবাগ আ/এ  গোসাই বাড়ি রোডে "লালবাগ যুব কিশোর সংঘের" ২৫তম আয়োজনে ধান দিয়ে ব্যতিক্রমী সরস্বতী প্রতিমা তৈরি করে রীতিমত সাড়া ফেলেছেন শ্রীমঙ্গল উপজেলায় প্রতিমা কারিগর উদয় পাল ও গৌর পাল।
ধান গেঁথে ২১ ফুট উচ্চতার  সরস্বতী প্রতিমাটি তৈরি করতে সময় লেগেছে ৩০ দিন। এতে প্রয়োজন হয়েছে ৫০ কেজি ধান।
ধান দিয়ে তৈরি প্রতিমা দেখতে ভিড় করছেন ভক্তরা।
আগত ভক্তরা বলেন, ধান দিয়ে তৈরি প্রতিমা আগে কখনও দেখেননি। তাদের দাবি এটিই হয়তো প্রথম ধানের তৈরি প্রতিমা।
প্রতিমা তৈরির কারিগর উদয় পাল ও গৌর পাল জানান, শ্রীমঙ্গলে এই প্রথম আমরা ধান দিয়ে সরস্বতী প্রতিমা তৈরি করেছি। প্রতিমাটি দেখতে বিভিন্ন এলাকা থেকে ভক্তরা ইতোমধ্যে আসছেন এবং আমাদের প্রশংসা করছেন।

আয়োজক কমিটির লালবাগ  সাধারণ সম্পাদক কৌশিক দত্ত বলেন আমাদের ২৫তম আয়োজনের  নতুনত্ব আনতে আমাদের এই আয়োজন। তাই এ বছর ধান দিয়ে ২১ ফুট উচ্চতার বিদ্যার দেবী সরস্বতী প্রতিমা বানিয়েছি। আশা করছি, ধান দিয়ে সরস্বতীর প্রতিমা সবার নজর কাড়বে।

No comments:

Post a Comment

Post Top Ad

আপনার বিজ্ঞাপন দিন।