বাংলাদেশ সনাতনী সেবকসংঘ চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের সভাপতি টুন্টু দাশ, সাধারণ সম্পাদক মোহন কান্তি রুদ্র - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

বাংলাদেশ সনাতনী সেবকসংঘ চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের সভাপতি টুন্টু দাশ, সাধারণ সম্পাদক মোহন কান্তি রুদ্র

 



রাজু  দাশ (চকরিয়া প্রতিনিধি)  কক্সবাজারের চকরিয়ায় গীতা শিক্ষার প্রচার ও প্রসারের লক্ষ্যে বাংলাদেশ  সনাতনী সেবক সংঘ চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৩১ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল ৪ টায় উপজেলা পূজা উদযাপন পরিষদের কার্যালয়ে এস আর প্লাজার এক সভার আয়োজনে চকরিয়া উপজেলা সনাতনী সেবক সংঘের সভাপতি কৈলাশ কান্তি দে এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বৈষ্ণব এর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কক্সবাজার জেলা সহ সভাপতি বিধান কান্তি রুদ্র, প্রধান বক্তার বক্তব্য রাখেন কক্সবাজার জেলা সনাতনী সেবক সংঘের সাধারণ সম্পাদক সুধীর চন্দ্র দাশ, সভায় সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি  আগামী ২ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। 



পূর্নাঙ্গ কমিটির অন্যান্যরা হলেন, সহ- সভাপতি শ্রীপন কর কর (পাড়া), সহ সভাপতি রুবেল দাশ,জলদাশ (পাড়া) সহ- সহ সভাপতি সপুর পাল, (পাল পাড়া) যুগ্ম সাঃ সম্পাদক উজ্জ্বল কর,(কর পাড়া) সহ সাধারণ সম্পাদক  রঞ্জিত দাশ, (জলদাশ পাড়া) অর্থ সম্পাদক শুকলাল কর্মকার,(জলদাশ পাড়া) সাংগঠনিক সম্পাদক কাকন কর (কর পাড়া) সহ সাংগঠনিক সম্পাদক  প্রান্ত সিকদার (কর পাড়া) দপ্তর সম্পাদক তপন কান্তি  রুদ্র (রুদ্র পাড়া) প্রচার লিটন রুদ্র (রুদ্র পাড়া) গীতা শিক্ষা বিষয়ক সম্পাদক বিপন কান্তি দে (দে পাড়া) মহিলা বিষয়ক সম্পাদক পুষ্পিতা রুদ্র (রুদ্র পাড়া)  সহ সাধারণ সম্পাদক  অনন্ত কুমার দে,(দে পাড়া)
সদস্যবৃন্দ  মাষ্টার অসিত( রুদ্র পাড়া) হিরামন দাশ (কর পাড়া) সুজন কর (কর পাড়া)  রঘুনাথ কর্মকার (কর্মকার পাড়া)  রাজিব কর,বিকাশ কান্তি দে (দে পাড়া)  বিপ্লব দে (দে পাড়া) রজিব দে (দে পাড়া) সৌরভ দে,(দে পাড়া)  পলাশ দে (কর্মকার পাড়া)  রুবেল কর্মকার (কর্মকার পাড়া)  উজ্জ্বল দাশ (দাশ পাড়া) সকাল দাশ (দাশ পাড়া) বিপ্লব দাশ (দাশ পাড়া) উত্তম দাশ (দাশ পাড়া) 

কক্সবাজার জেলা সনাতনী সেবক সংঘের সাধারন সম্পাদক সুধীর চন্দ্র দাশ কমিটির নেতৃবৃন্দের বলেন, সনাতনী সমাজকে গীতা শিক্ষা এবং নৈতিক আদর্শে গড়ে তোলার মূল লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশ সনাতনী সেবক সংঘ। এর ধারাবাহিকতায়  গীতা শিক্ষা প্রসারের মাধ্যমে প্রতিটি সনাতনী নাগরিককে অন্ধকার সমাজ থেকে জ্ঞানের পথে ফিরিয়ে আনতে নেতৃবৃন্দের আহ্বান জানান।

No comments:

Post a Comment

Post Top Ad