ডা:আশীষ কুমার শীল আহ্বায়ক,উত্তম কারণ সদস্য সচিব করে বাঁশখালী পূজা উৎযাপন পরিষদ অনুমোদন - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

ডা:আশীষ কুমার শীল আহ্বায়ক,উত্তম কারণ সদস্য সচিব করে বাঁশখালী পূজা উৎযাপন পরিষদ অনুমোদন


বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা কমিটি আওতাধীন বাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা,পূজাদী, প্রসাশন,পূজা সংগঠন সমন্বয়করণসহ সংশ্লিষ্ট সকল কার্যক্রম সম্পাদনের নিমিত্তে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার ক্ষমতাবলে গতকাল ০৪ই অক্টোবর ২১ সদস্য বিশিষ্ট বাঁশখালী উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
 
উক্ত কমিটিতে ডাঃআশিষ কুমার শীল কে আহবায়ক এবং এড. উত্তম কারণকে সদস্য সচিব নির্বাচিত করে।
বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ-চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি শ্যামল পালিত ও সাধারন সম্পাদক অশোক দেব স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
 
বিবৃতিতে আরো বলা হয়, ০৪ই অক্টোবর থেকে নবগঠিত আহ্বায়ক কমিটি কার্যকর সহ ইতিপূর্বে গঠিত সকল ধরণের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad