
লন্ডন: করোনা ভাইরাসের নতুন স্ট্রেন বা নয়া রূপের কথা আজ আর কারোরই অজানা নয়। বিশ্বের বিভিন্ন দেশে মিলছে এই আরও সংক্রামক করোনার স্ট্রেন। করোনা ভাইরাসের নতুন যে রূপ সেগুলিকেই বৈজ্ঞানিক ভাষায় স্ট্রেন বলা হচ্ছে। দাবি করা হচ্ছে করোনা ভাইরাসের এই স্ট্রেনটি ৭০ শতাংশ বেশি সংক্রামক। যার জেরে সমগ্র বিশ্ব এই মুহূর্তে রীতিমতো আতঙ্কে রয়েছে। বেশ কয়েকটি দেশ ট্র্যাফিক বন্ধ করে দিচ্ছে। কোথাও আবার লকডাউন ঘোষণা করা হচ্ছে। দেখে নেওয়া যাক এখন অবধি কোন কোন দেশ এর কবলে পড়েছে।
*ব্রিটেন – এখানেই করোনার আরও বিপজ্জনক এবং সংক্রামক স্ট্রেনের প্রথম খবর মেলে। যার জেরে লকডাউন করা হয়। এমনকি বিদেশ থেকে আসা যাওয়ার ওপরেও নিয়ন্ত্রণ আনা হয়।
*সুইডেন- সুইডেন সরকার ব্রিটেন থেকে আসা এক যাত্রীর মধ্যে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন পায়।এরপর তত্ক্ষণাৎ সেই যাত্রীকে আইসোলেশনে রাখা হয়। এরপর সুইডেনে আর করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের কোনও খবর পাওয়া যায়নি। তবে সুইডিশ সরকার কঠোর নিয়ম প্রয়োগ করে রেখেছে।
*ফ্রান্স- ক্রিসমাসের দিন ফ্রান্সে করোনার ভাইরাসের নতুন স্ট্রেনের প্রথম ঘটনা প্রকাশ পায়। লন্ডন থেকে ফিরে আসা ফরাসি নাগরিকের দেহে এই নতুন স্ট্রেন পাওয়া যায় তৎক্ষণাৎ সেই ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়।
*স্পেন- এখানে করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের চারটি ঘটনা সামনে এসেছে। এই ৪ জনই সম্প্রতি ব্রিটেন থেকে ফিরে এসেছিল।
*সুইজারল্যান্ড- এখানে তিন জনের মধ্যে করোনা ভাইরাসের একটি নতুন স্ট্রেন পাওয়া গেছে। তাদের মধ্যে দু’জন ব্রিটেনে থাকেন এবং সুইজারল্যান্ডে বেড়াতে এসেছিলেন।
*ডেনমার্ক- এই দেশে করোনার ভাইরাসের নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা ৯ জন।
*নেদারল্যান্ডস – এছাড়া এই তালিকায় রয়েছে নেদারল্যান্ডসের নাম। এখানে দুই ব্যক্তির দেহে মিলেছে নতুন করোনা ভাইরাসের স্ট্রেন।
*জার্মানি – একই ভাবে এর কবলে পড়েছে জার্মানিও। সেখানে এক মহিলা এই নতুন স্ট্রেনে আক্রান্ত হয়েছেন।
*ইতালি- ব্রিটেন থেকে আসা এক দম্পতির মধ্যে করোনার ভাইরাসের নতুন স্ট্রেন পাওয়া গেছে। ইতালি সরকার উভয়কে আইসোলেশনে রেখেছে।
*কানাডা- কানাডার অন্টারিওতে এক দম্পতির দেহে মেলে এই নতুন স্ট্রেন। তাঁদের মধ্যে কেউ কোথাও ভ্রমণ করেনি, বা কোনও সংক্রামিত ব্যক্তির সাথে দেখা করেননি।
*জাপান- ক্রিসমাসের দিন জাপানে করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের ৫ টি ঘটনা সামনে আসে। জাপানের সরকার ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
*লেবানন- লন্ডন থেকে একটি ফ্লাইটে কিছু লোক সংক্রামিত হওয়ার পরে লেবাননে এলে কিছু লোকের দেহে সংক্রমণ মেলে।
*সিঙ্গাপুর- ২৪ ডিসেম্বর, সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রকও নিশ্চিত করেছে যে তাদের দেশে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন রয়েছে।
*অস্ট্রেলিয়া- নিউ সাউথ ওয়েলসে করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের দুটি ঘটনা পাওয়া গেছে। এরা দুজনেই ব্রিটেন থেকে আগত।
*দক্ষিণ আফ্রিকা- এখানে করোনার নতুন স্ট্রেনের দুটি মামলা সামনে এসেছে।
*নাইজেরিয়া- ব্রিটেন সহ অন্যান্য ইউরোপীয় দেশ ছাড়াও নাইজেরিয়ায় করোনা ভাইরাসের একটি আলাদা স্ট্রেন পাওয়া গেছে।
*দক্ষিণ আফ্রিকা- এখানে করোনার নতুন স্ট্রেনের দুটি মামলা সামনে এসেছে।
*নাইজেরিয়া- ব্রিটেন সহ অন্যান্য ইউরোপীয় দেশ ছাড়াও নাইজেরিয়ায় করোনা ভাইরাসের একটি আলাদা স্ট্রেন পাওয়া গেছে।
No comments:
Post a Comment