করোনার এই সময় মানসিক শান্তি পেতে ভগবৎ গীতা পড়ুন,তুলসি গ্যাবার্ড - Voice Of Sanatan
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Voice Of Sanatan

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

করোনার এই সময় মানসিক শান্তি পেতে ভগবৎ গীতা পড়ুন,তুলসি গ্যাবার্ড


কৃষ্ণাঙ্গদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে উত্তাল গোটা মার্কিন যুক্তরাষ্ট্র কদিকে করোনার থাবা। তার সঙ্গে কৃষ্ণাঙ্গদের ওপর নির্যাতনের প্রতিবাদে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল মার্কিন যুক্তরাষ্ট্র।

এই অবস্থায় মানসিক শান্তি পেতে হলে ভগবৎ গীতা পড়ার পরামর্শ দিলেন সেদেশের কংগ্রেসের প্রথম হিন্দু সদস্য তুলসি গ্যাবার্ড।হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে নির্বাচিত এই সাংসদ বলেছেন, ‘অস্থির এই সময়ে আগামীতে কী হতে চলেছে তা কেউ বলতে পারে না। তবু নিশ্চয়তা, শক্তি ও শান্তি পেতে হলে ভক্তিযোগ ও কর্মযোগের সাধনা করুন। ঠিক যেমনটা ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছিলেন।’

গত ২৫ মে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি প্রদেশে শ্বেতাঙ্গ পুলিশকর্মীর নির্যাতনে মৃত্যু হয় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের। তার পর থেকেই বিক্ষোভে ফুঁসছে গোটা মার্কিন সমাজ। জর্জ বুশেন কৃষ্ণাঙ্গবিদ্বেষী নীতির জন্য এমন ঘটনা ঘটেই চলেছে বলে অভিযোগ তুলে রাস্তায় নেমেছেন লক্ষ লক্ষ মানুষ।

সোশ্যাল ডিসট্যান্সিংয়ের পরোয়া না করে পুলিশি নির্যাতনের সহনাগরিকের মৃত্যুর প্রতিবাদে সরব হয়েছে গোটা মার্কিন সমাজ।

No comments:

Post a Comment

Post Top Ad

আপনার বিজ্ঞাপন দিন।