সংবর্ধিত সঙ্গীত শিল্পী অমি চক্রবর্তী, চট্টবাণীর বর্ষপূর্তিতে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান - Voice Of Sanatan
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Voice Of Sanatan

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

সংবর্ধিত সঙ্গীত শিল্পী অমি চক্রবর্তী, চট্টবাণীর বর্ষপূর্তিতে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান


যীশু সেনঃ আলোচনা সভা ,গান, নৃত্য ও আবৃত্তি দিয়ে অনুষ্ঠিত “সাপ্তাহিক চট্টবাণী” পত্রিকায় প্রকাশনার পঞ্চম বছর পেরিয়ে অর্ধযুগের বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়েছে। নগরীর থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) তে গত ২৬ শে জানুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ, রবিবার বিকাল তিনটায় শুরু হয়ে সন্ধ্যায় বর্ষপূর্তি উপলক্ষে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হয়। এতে সংবর্ধিত অতিথি শিল্পী ছিলেন সঙ্গীত শিল্পী চন্দ্রিমা ভৌমিক রাত্রি। তিনি সংগীত পরিবেশন করেন ‘জীবন মানে রেলগাড়িটা পাই না খুঁজে ইস্টিশন,’ ‘রঙ্গী মাঝিরে এই ঘাটডি সাম্পান ভিড়াইও ,’ সহ বেশ কিছু গান। প্রতিটি পরিবেশনা শেষে টিএসসিতে উপস্থিত দর্শক-শ্রোতারা মুহুর্মুহু করতালিতে সিক্ত করেন এ শিল্পী কে। এরপর সঙ্গীত পরিবেশন করেন সংবর্ধিত অতিথি শিল্পী ট্যালেন্ট হান্ট বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারী শিল্পী অমি চক্রবর্তী। সে গেয়েছেন ‘আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন’, ‘ওরে ছেড়ে দিলে সোনার গৌড়’, ‘রঙ্গিলা বাঁশিতে কে ডাকে’। সংবর্ধিত অতিথি শিল্পী বিপাশা ধর (বীণা) গেয়েছেন “সোনা বন্ধু তুই আমারে করলিরে দেওয়ানা’, ‘বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে ‘। শুরুতে গান পরিবেশন করেন চট্টবাণী পত্রিকার শিক্ষানবিশ প্রতিবেদক মানিক দাশ। আরো গান পরিবেশন করেন চট্টবাণী পত্রিকার নির্বাহী সম্পাদক এস.ডি. জীবন, সাংবাদিক সমীরণ পাল, মো.হারুনুর রশিদ ও জোবাইর বিন জিহাদী । সংগীতশিল্পী চন্দ্রিমা ভৌমিক রাত্রি, অমি চক্রবর্তী ও বিপাশা ধর বীণা কে সম্মাননা স্মারক তুলে দেন পত্রিকার সম্পাদক মোঃ নুুরুল কবির ও নির্বাহী সম্পাদক এস.ডি.জীবন। নৃত্যশিল্পী ও প্রশিক্ষক নেভী দাশ অথৈ এর পরিচালনায় নৃত্য পরিবেশন করেন কৃত্তিকা নৃত্যালয়ের শিক্ষার্থীরা এবং ওয়াছিফা চৌধুরী। নৃত্য প্রশিক্ষক নেভী দাশ অথৈ কে সম্মাননা ও শিশু শিল্পী তৃষাণ দে (বর্ণ) কে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট সমাজ বিজ্ঞানী প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। মনিদীপা চৌধুরী ও অর্পিতা ভদ্র প্রাপ্তির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চট্টবাণী পত্রিকার নির্বাহী সম্পাদক এস.ডি.জীবন। সাপ্তাহিক চট্টবাণী পত্রিকার সম্পাদক মো: নুরুল কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন লেখক ও গবেষক ড. মাসুম চৌধুরী । বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক বায়ান্ন পত্রিকার ব্যুরোচিফ কাজী হুমায়ুন কবির, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, চট্টগ্রাম হোটেল মালিক সমিতির সভাপতি হাবিববুর রহমান (সাবেক কমিশনার), সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী মো: মোস্তাফিজুর রহমান চৌধুরী, সংগঠক লায়ন শফিউল আলম, বিজয়’৭১ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লায়ন ডা. আর কে রুবেল, বিশিষ্ট সংগঠক ও সাংবাদিক এ কে এম আবু ইউসুফ, সংগঠক ডা: জামাল উদ্দিন, সাংবাদিক কামাল হোসেন, শিক্ষাবিদ লায়ন এইচ.এম.ওসমান সরওয়ার, রিপোর্টাস ইউনিটির দপ্তর সম্পাদক মো: আব্দুর করিম সেলিম, জেটিভি অনলাইন এর ব্যুরোচিফ রাজু আহম্মেদ, পিডিসি’র মো: হেলাল উদ্দিন, দৈনিক পূর্বদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মো: মনিরুল ইসলাম মুন্না, সাংবাদিক আসিফ ইকবাল, সাংবাদিক লায়ন আবু ছালেহ, সাংবাদিক লায়ন এস.বি.জীবন, চট্টবাণী পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক প্রিয়া সেন, ন্যাশনাল নিউজ ২৪ ডটকম এর বার্তা সম্পাদক কাজী মেহেদী কবির, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ শর্মা, ডা. বেলাল হোসেন উদয়ন প্রমুখ।


No comments:

Post a Comment

Post Top Ad

আপনার বিজ্ঞাপন দিন।