উত্তম কুমার গোস্বামী/রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে এই রথোৎসব উপলক্ষে ১২জুলাই শুক্রবার বর্নাঢ্য আয়োজনে উদযাপিত হয় শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠান। বালিয়াকান্দি শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘের আয়োজনে শুক্রবার সকালে ইলিশকোল ভানু সোমের বাড়ীর মন্দিরে পূজা-অর্চনা শেষে বিকালে শ্রীশ্রী জগন্নাথ দেবের বর্ণাঢ্য উল্টো রথযাত্রা উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা ইলিশকোল মন্দির থেকে বের হয়ে বালিয়াকান্দি বাজার প্রদক্ষিণ করে মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরে পৌছালে মন্দির কমিটির সভাপতি রঘুনন্দন সিকদার, সহ-সভাপতি দিপংকর কুন্ডু বাপ্পি ও সহ-সাধারন সম্পাদক উত্তম কুমার দে সহ কমিটির নেতৃবৃন্দগণ অভ্যর্থনা জানান। অতপর মন্দিরে ভজন কীর্তন পরিবেশিত করে । পুনরায় বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে ইলিশকোল মন্দিরে শেষ হয়। উল্টো বর্ণাঢ্য রথযাত্রায় সনাতন ধর্মাবলম্বী কয়েকশ নারী-পুরুষ ভক্ত রথের দড়ি ধরে টেনে অংশ গ্রহন করে।শোভাযাত্রা শেষে মন্দির ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। উল্লেখ্য ৪জুলাই বৃহস্পতিবার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
No comments:
Post a Comment