
পরে মদক মেশান কোন খাবার খাইয়ে ও বা কোন ছনলার আশ্রয় নিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং পরে এই দৃশ্য কমেরা বন্দি করে শুরু হয় ব্লাক মেল। কিংবা অনেক সময় মেয়ের বাবা মা বা দাদাকে খুন করার হুমকি দিয়ে তাকে ব্লাক মেল করা হয়।
এই ভাবে জোর করে তুলে নিয়ে গিয়ে তাকে অথবা বাড়ি থেকে পালাতে বাধ্য করে, মেয়েটার সাথে বিবাহ করে তারা ও তার সাথেই মসজিদে গিয়ে করা হয় মেয়েটার ধর্ম পরিবর্তন।
বিয়ে হওয়ার কিছু দিনের মধ্যেই মেয়েটির উপরে অকথ্য অত্যাচার শুরু করা হয়, আর মেয়টা যদি এই নিয়ে সামান্য প্রতিবাদ টুকু প্রতিবাদ করে তাহলে তার কপালে জোটে ভয়ানক ও পাশবিক মৃত্যু।
এই হল লাভ জিহাদের চক্র প্রথমে ছলানার মাধ্যমে কাছে আসা তারপর মিথ্যে পরিচয় বা প্রতিস্রুতি দিয়ে ভাব করা, তারপর ব্যাক মেল করে শারীরিক সম্পর্ক করা, জোর করে ধর্ম পরিবর্তন করা, অবশেষে পাশবিক মৃত্যু।
দেশ ও রাজ্যের লাভ জিহাদের নিত্য দিন শিকার হচ্ছে সমাজের মহিলারা ও তাদের নির্মম ভাবে হত্যা ও করা হচ্ছে সাথিলেখা চক্রবর্তী, মহারাষ্ট্র এর খুশি পরিহর তাদের মধ্য দুই জন যাদের সদ্য খুন করা হয়েছে। কিন্তু এই মিডিয়া বুদ্ধিজীবিরা পুরোপুরি চুপ। কিন্তু এই লাভ জিহাদের ফলে হারিয়ে যাচ্ছে প্রতিদিন হাজারো প্রাণ।
আন্তজাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ (ইস্কন) ওয়াশিংটন ডি সি রথযাত্ৰা ৪ঠা জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসে ডি সি 'র প্যারেড স্কয়ারে অনুষ্টিত হয় / অসংখ্য ভক্তগণ রথের দড়ি টানেন আর হরে কৃষ্ণ কৃত্তন মুখরিত ছিল /
ReplyDelete