পটুয়াখালীতে সংখ্যালঘুর বিয়েবাড়িতে সন্ত্রাসীহামলা বিয়েরগেট ও আসবাবপত্র ভাংচুর, মালামাল লুটপাট। - Voice Of Sanatan
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Voice Of Sanatan

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

পটুয়াখালীতে সংখ্যালঘুর বিয়েবাড়িতে সন্ত্রাসীহামলা বিয়েরগেট ও আসবাবপত্র ভাংচুর, মালামাল লুটপাট।



সদর উপজেলার বদরপুর ইউনিয়নের শিয়ালী গ্রামে গতকাল রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত তান্ডব চালায় সন্ত্রাসীরা। জানাগেছে শিয়ালী বিমল পালের বাড়ীতে প্রতিবন্ধি সুজন পালের মেয়ের বিয়ের আয়োজন করা হয়। একই সময় একই এলাকার মতলেব দফাদারের ছেলের বৌ তুলে আনার সময় কতিপয় সন্ত্রাসীরা পাল বাড়ীর বিয়ের গেট ও লাইট ভাংচুর করে এবং মালামাল লুটপাট করে। বিষয়টি ডেকরেটর মালিক জসিম জানতে পেরে তিনি এলাকার মতিগাজীকে অবহিত করে। মতিগাজী বিষয়টি তাদের অভিভাবকদের জানালে তারা ক্ষিপ্ত হয়ে পূনরায় রাত ১২ টায় আবার হামলা চালায় হামলায় প্রায় পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। এ বিষয় ডেকরেটর মালিক জসিম সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে মতলেব দফাদারের ছেলে ইমরান, শহিদ সিকদারের ছেলে সৌরভ, সুলতান ফিটারের ছেলে রাঙ্গা রফিক, সেলিম সিকদারের ছেলে বলু সোহেল সহ অঞ্জাত নামা ২০/২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। এ ঘটনায় সংখ্যালঘু পরিবারটি নিরাপত্তা হীনতায় ভূগছেন। জানাগেছে একই সময় একই এলাকার মতলেব দফাদারের ছেলে ইমরান এর বৌ তুলে আনার সময় কতিপয় সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায় বলে একটি সুত্র বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সংখ্যালঘু পরিবার ও এলাকাবাসী এহেন ও সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এসকল সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী জানিয়েছেন। এদিকে বিয়েবাড়িতে নিরাপত্তার বিষয় তারা আতংকিত রয়েছে।#পটুয়াখালীতে সংখ্যালঘুর বিয়েবাড়িতে সন্ত্রাসীহামলা বিয়েরগেট ও আসবাবপত্র ভাংচুর, মালামাল লুটপাট।

সদর উপজেলার বদরপুর ইউনিয়নের শিয়ালী গ্রামে গতকাল রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত তান্ডব চালায় সন্ত্রাসীরা। জানাগেছে শিয়ালী বিমল পালের বাড়ীতে প্রতিবন্ধি সুজন পালের মেয়ের বিয়ের আয়োজন করা হয়। একই সময় একই এলাকার মতলেব দফাদারের ছেলের বৌ তুলে আনার সময় কতিপয় সন্ত্রাসীরা পাল বাড়ীর বিয়ের গেট ও লাইট ভাংচুর করে এবং মালামাল লুটপাট করে। বিষয়টি ডেকরেটর মালিক জসিম জানতে পেরে তিনি এলাকার মতিগাজীকে অবহিত করে। মতিগাজী বিষয়টি তাদের অভিভাবকদের জানালে তারা ক্ষিপ্ত হয়ে পূনরায় রাত ১২ টায় আবার হামলা চালায় হামলায় প্রায় পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। এ বিষয় ডেকরেটর মালিক জসিম সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে মতলেব দফাদারের ছেলে ইমরান, শহিদ সিকদারের ছেলে সৌরভ, সুলতান ফিটারের ছেলে রাঙ্গা রফিক, সেলিম সিকদারের ছেলে বলু সোহেল সহ অঞ্জাত নামা ২০/২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। এ ঘটনায় সংখ্যালঘু পরিবারটি নিরাপত্তা হীনতায় ভূগছেন। জানাগেছে একই সময় একই এলাকার মতলেব দফাদারের ছেলে ইমরান এর বৌ তুলে আনার সময় কতিপয় সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায় বলে একটি সুত্র বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সংখ্যালঘু পরিবার ও এলাকাবাসী এহেন ও সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এসকল সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী জানিয়েছেন। এদিকে বিয়েবাড়িতে নিরাপত্তার বিষয় তারা আতংকিত রয়েছে।

1 comment:

Post Top Ad

আপনার বিজ্ঞাপন দিন।