দল বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে পৌঁছে গেছে তা বলে ভারতের নতুন সরকার গড়ার দিকে নজর ছিল সকলেরই ৷ নরেন্দ্র মোদির নেতৃত্বে দ্বিতীয়বারের জন্য কেন্দ্রে সরকার গড়ছে এনডিএ ৷ বিরাট কোহলি নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন ৷
নিজের টুইট বার্তায় তিনি লিখেছেন , ‘অভিনন্দন নরেন্দ্র মোদিজী, আপনার দৃষ্টিভঙ্গী থেকে ভারত নতুন উচ্চতা লাভ করবে ৷ জয় হিন্দ৷’
এদিকে বিরাট কোহলির মতো সচিন তেন্ডুলকরও নরেন্দ্র মোদিকে শুভেচ্ছাবার্তা জানিয়ে টুইট করেছেন ৷ সচিন লিখেছেন, ‘আমার হার্দিক অভিনন্দন, নরেন্দ্র মোদি ও বিজেপিকে এই জয়ের জন্য ৷ আপনার সঙ্গে দেশ আরও উজ্জ্বল ও আরও শক্তিশালী হয়ে উঠবে ৷ ’
এদিকে সচিনের টুইটের উত্তরও দিয়েছেন নরেন্দ্র মোদি ৷ তিনি টুইট করেছেন , ‘ আমি শুভেচ্ছা পেয়ে খুশি সচিন, গত পাঁচ বছরে অনেক কাজ করা হয়েছে, আগামী দিনে আরও অনেক কাজ করতে হবে ৷ আমরা দেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করব ৷ ’
No comments:
Post a Comment