নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়ে বার্তা বিরাট কোহলির - Voice Of Sanatan
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Voice Of Sanatan

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়ে বার্তা বিরাট কোহলির

 


দল বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে পৌঁছে গেছে তা বলে ভারতের নতুন সরকার গড়ার দিকে নজর ছিল সকলেরই ৷ নরেন্দ্র মোদির নেতৃত্বে দ্বিতীয়বারের জন্য কেন্দ্রে সরকার গড়ছে এনডিএ ৷ বিরাট কোহলি নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন ৷


নিজের টুইট বার্তায় তিনি লিখেছেন , ‘অভিনন্দন নরেন্দ্র মোদিজী, আপনার দৃষ্টিভঙ্গী থেকে ভারত নতুন উচ্চতা লাভ করবে ৷ জয় হিন্দ৷’


এদিকে বিরাট কোহলির মতো সচিন তেন্ডুলকরও নরেন্দ্র মোদিকে শুভেচ্ছাবার্তা জানিয়ে টুইট করেছেন ৷ সচিন লিখেছেন, ‘আমার হার্দিক অভিনন্দন, নরেন্দ্র মোদি ও বিজেপিকে এই জয়ের জন্য ৷ আপনার সঙ্গে দেশ আরও উজ্জ্বল ও আরও শক্তিশালী হয়ে উঠবে ৷ ’


এদিকে সচিনের টুইটের উত্তরও দিয়েছেন নরেন্দ্র মোদি ৷ তিনি টুইট করেছেন , ‘ আমি শুভেচ্ছা পেয়ে খুশি সচিন, গত পাঁচ বছরে অনেক কাজ করা হয়েছে, আগামী দিনে আরও অনেক কাজ করতে হবে ৷ আমরা দেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করব ৷ ’

No comments:

Post a Comment

Post Top Ad

আপনার বিজ্ঞাপন দিন।