
শুধু ভারতে নয়, পুরো বিশ্বে ডাক্তারদের একটা আলাদা সন্মাম আছে। প্রাণ রক্ষাকারী, ভগবান ইত্যাদি বলে ডাক্তারদের সম্বোধন করা হয়। কিন্তু শ্রীলঙ্কায় এক ডাক্তার জিহাদের সীমা অতিক্রম করে গেছে। শ্রীলঙ্কায় মহম্মদ সাফি নামের এক ডাক্টরকে গ্রেফতার করা হয়েছে। মহম্মদ সাফি ৮ হাজারের বেশি অন্য ধর্মের মহিলাদের সাথে প্রতারণা করেছে। শ্রীলঙ্কার এই ডাক্তার ধর্মের ভিত্তিতে চিকিৎসা করতো। যদি মহিলা অন্য ধর্মের হতো তাহলে সুযোগ নিয়ে ওই মহিলার বাচ্চা উৎপন্ন করার ক্ষমতা শেষ করে দিত।মহম্মদ সাফি হাসপাতালে জিহাদ এই কারণে করতো যাতে অন্য ধর্মের মানুষজন বেশি বাচ্চা উৎপন্ন না করতে পারে। ধীরে ধীরে যাতে অন্য ধর্ম সংখ্যালঘুতে পরিণত হয়ে সেখানে শরিয়া বা খলিফা রাজ কায়েম করা যায় সেই উদেশ্য জিহাদ চালাতো মহম্মদ সাফি। শ্রীলঙ্কার পুলিশ মহম্মদ সাফিকে গ্রেফতার করা হয়েছে। কুরুনেগালা টিচিং হাসপাতাল থেকে মহম্মদ সাফিকে গ্রেফতার করা হয়েছে।ঘটনাটি খুবই গম্ভীর যার জন্য এই আন্তর্জাতিক খবরে পরিণত হয়েছে। মহম্মদ সাফি একা ৮০০০ মহিলার গর্ভাশয় নষ্ট করে দিয়েছে। জানিয়ে দি, এটা একধরনের জনসংখ্যা জিহাদের অংশ। কোনো এলাকায় নিজেদের জনসংখ্যা বিস্তার করতে এই জিহাদ করে থাকে কট্টরপন্থীরা। এই ধরণের আরো ঘটনা শ্রীলঙ্কার মধ্যে ঘটে এটাও নিশ্চত। তাই শ্রীলঙ্কার সরকার একটা কমিটি গঠন করেছে যাতে এই কট্টর জিহাদীদের গ্রেফতার করা সম্ভব হয়। ঘটনাটি পুরো বিশ্বের মিডিয়া কভার করেছে। কারণ খবরটি খুবই চাঞ্চল্যকর। তবে ভারতের মিডিয়া খবরটি লুকিয়েছে কারণ ভারতের মিডিয়া অতি সেকুলারপন্থী।
শয়তান্টার লিংগ গোড়াপেড়ে কেটে ফেলে হিজড়া বানানো হোক। আর এটা সবার সামনে করা হোক।
ReplyDeleteOke aamar kache pathiye dao. Tarpor dekchi ki kara jay?
ReplyDeleteserious punishment is demanded against the alleged doctor shafi.
ReplyDeleteওকে অনেক কষ্ট দিয়ে মারা হউক।
ReplyDeleteউনাকে খাবারের পরিবর্তে অই মহিলা মায়েদের প্রশাব দেয়া হক যতক্ষণ প্রান থাকে । এতাই উত্তম হবে ।
ReplyDelete