
এবারে দিবসের প্রতিপাদ্য বিষয় ”দুধ পানের অভ্যাস গড়ি, পুষ্টি চাহিদা পুরণ করি”। দিবসটি পালন উপলক্ষে চট্টগ্রাম জেলা ও বিভাগীয় প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে সকাল ১০.৩০মিঃ এর সময় চট্টগ্রাম প্রেসক্লাবে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সরকারের অতিরিক্ত সচিব ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার জনাব শংকর রঞ্জন শাহা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব ডাঃ ফরহাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক ও সিভিল সার্জন ডাঃ আজিজুর রহমান সিদ্দিকী,
চট্টগ্রাম ভেটিনারী অ্যান্ড এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক প্রফেসর ডঃ একেএম সাইফুদ্দিন, চিটাগাং ডেইরী ফার্ম এসোসিয়েশনের সভাপতি ও দৈনিক পূর্বকোণ সম্পাদক ডাঃ রমিজ উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারন সম্পাদক চৌধুরী ফরিদ, ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন ও চট্টগ্রাম ডায়বেটিক জেনারেল হাসপাতালের খাদ্য ও পুষ্ঠি বিভাগের প্রধান পুষ্ঠিবিদ হাসিনা আক্তার লিপি।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রেয়াজুল হক জসিম মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ।
No comments:
Post a Comment