সীতাকুণ্ড ডেস্ক ঃ কুমিরা জেলে পাড়ায় আসামী ধরাকে কেন্দ্র করে জেলেদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে এক জন মহিলা মারা গেছে।
এসময় পুলিশের এতো পাতাড়ি গুলিতে বেশ কয়েকজন নারী পুরুষ আহত হয়েছে।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে কুমিরা ঘাটঘরের পশ্চিমে জেলে পাড়ায় এ সংঘর্ষ হয়েছে।
পুলিশের পিটুনিতে বেলাম্বু দাসী (৫৮) নামে নিহত হয়েছে বলে স্থানীয়রা দাবী করলেও এ ব্যাপারে সীতাকুণ্ড থানার কোন ধরণের বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসী জানায় রাত সাড়ে ১১ টার দিকে জেলে পাড়ার নিজ ঘর হতে বিনা কারণে পুলিশ ঘুমন্ত যুবক রুবেল দাশকে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় গ্রেফতারের কারণ জিজ্ঞাসাবাদ করতে গেলে বাড়ীর লোজনের সাথে বিরোধ শুরু হয়। এসময় পুলিশ বাড়ীর নারী পুরুষদের প্রথমে লাঠিপেটা করে। এসময় পুলিশের পিটুনীতে বেলাম্বু দাসী (৫৮) নামে এক বৃদ্ধ নারীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকার শত শত লোকজন জড়ো হলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে।
পরে অতিরিক্ত দাঙ্গা পুলিশ গিয়ে এলোপাড়াড়ি গুলি চালায় বলে অভিযোগ করেন এলাকার লোকজন। এতে বেশ কয়েকজন আহত হয়।
এ ব্যাপারে জানতে সীতাকুণ্ড থানার ওসি দেলোয়ার হোসেন ও সার্কেল এএসপি শম্পা রানীর সরকারী মোবাইল ফোনে একাধিকবার কল দেয়া হলেও তারা ফোন রিসিভ করেন নি।
স্থানীয় কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান মোর্শেদ চৌধুরী জানান তিনি খবর পেয়ে ঘটনাস্থথলে গিয়েছেন। তিনি এক নারীর মৃত্যুর ঘটনা স্বীকার করে বলেন নিহত নারী কিভাবে মারা গেছে তা জানাতপ পারিনি।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সংঘর্ষের ঘটনা স্বীকার করলেও ঘটনাস্থলে ব্যস্ততার কারণে বিস্তারিত জানাতে পারেননি।
No comments:
Post a Comment