৪ দিনেও সন্ধান মিলেনি মৌলভীবাজারের নিখোঁজ সত্যেন্দ্র দেবনাথের, থানায় জিডি - Voice Of Sanatan
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Voice Of Sanatan

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

৪ দিনেও সন্ধান মিলেনি মৌলভীবাজারের নিখোঁজ সত্যেন্দ্র দেবনাথের, থানায় জিডি




নিজস্ব প্রতিনিধি (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জে সত্যেন্দ্র দেবনাথ-সত্য নামে এক রাজমিস্ত্রী হারানো গেছে। ৪ দিনেও নিখোঁজ রাজমিস্ত্রীর সন্ধান মিলেনি। গত ১৮ মে সন্ধ্যা ৭টায় কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামের নিজ বাড়ি থেকে এক সন্তানের জনক রাজমিস্ত্রী সত্যেন্দ্র দেবনাথ-সত্য (৪২) পাশ্ববর্তী দেবীপুর গ্রামে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি। 

 

এলাকার আশেপাশে এবং আত্মীয় স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান মেলেনি। তাঁর গায়ের রং শ্যামলা, শারীরিক গঠন মাঝারি, মুখ মন্ডল লম্বা আকৃতির, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি। পড়নে লুঙ্গী ও রঙ্গীন টি শার্ট ছিল। সাথে একটি মোবাইল ফোন (০১৬২৫-৬৮৫৫৪১) ছিল। ৪ দিনেও স্বামীর কোন খোঁজ না পেয়ে রাজমিস্ত্রীর স্ত্রী শুক্লা রানী দেবী এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১০৫০, তারিথ-২১/০৫/২০১৯ইং) করেন। 

তিনি অনুরোধ করেছেন যদি কোনো হৃদয়বান ব্যক্তি সত্যেন্দ্র দেবনাথের সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা অথবা ০১৭৩২-৫৯৩৪৯৩ নং মুঠোফোন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

আপনার বিজ্ঞাপন দিন।