সাম্প্রদায়িক হামলাকারীদের একাত্তরের মত ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে - Voice Of Sanatan
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Voice Of Sanatan

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

সাম্প্রদায়িক হামলাকারীদের একাত্তরের মত ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে



প্রেস বিজ্ঞপ্তি::

একাত্তরের মতো ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা চালানো হচ্ছে। বিভিন্ন স্থানে হামলা বন্ধ এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সাম্প্রদায়িক হামলাকারীদের একাত্তরের মত সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে। 


ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনকারী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনায় না এনে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।  শনিবার বিকেলে কক্সবাজার পৌরসভার সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা, শহর, উপজেলা ও সকল অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন।
বক্তারা সাম্প্রদায়িক হামলা রুখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সকল রাজনৈতিক দলের প্রতি আহবান জানান। পঞ্চগড় কারাগারে আইজীবী পলাশ রায় হত্যার তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। 


এছাড়া সাংবাদিক প্রবীর সিকদারকে দেশছাড়া করার চক্রান্তকারীদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবীও জানান বক্তারা। পাশাপাশি দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন-নিপীড়ন ও পার্বত্য চট্টগ্রামে অস্থিরতার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রদায়িক উসকানিদাতাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনারও জোর দাবী জানানো হয় সমাবেশ থেকে।

 
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার কার্যকরী সভাপতি এডভোকেট দীপংকর বড়–য়া পিন্টুর সভাপতিত্বে ও সদর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক বলরাম দাশ অনুপমের স ালনায় অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্যে রাখেন-বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, পৌর কাউন্সিলর রাজ বিহারী দাশ, সভাপতি মন্ডলীর সদস্য উদয় শংকর পাল মিঠু, কর্মকর্তা স্বপন শর্মা রনি এমইউপি, সদর উপজেলার সভাপতি ডাঃ পরিমল কান্তি দাশ, কক্সবাজার শহর শাখার সাধারণ সম্পাদক সাগর পাল সাজু, রামু উপজেলা শাখার সদস্য সচিব অধ্যাপক নিলোৎপল বড়–য়া, উখিয়া উপজেলার মেধু কুমার বড়–য়া, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক মংহ্লেলা রাখাইন, ছাত্র-যুব ঐক্য পরিষদের নেতা জয় বড়–য়া, মহিলা ঐক্য পরিষদের নেত্রী অঞ্জনা শর্মা প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন-প্রবীণ সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কর্মকর্তা রবীন্দ্র বিজয় বড়–য়া, সুনিল কান্তি দত্ত, সনজিত মহাজন, স্বপন গুহ, সনজিত চক্রবর্তী, এডভোকেট বাপ্পী শর্মা, রূপনা পাল, শহর শাখার সভাপতি কিশোর বড়–য়া, চকরিয়া উপজেলা শাখার সভাপতি রতন বরণ দাশ, সাধারণ সম্পাদক মুকুল কান্তি দাশ, পৌর শাখার সভাপতি নারায়ন দাশ, সাধারণ সম্পাদক সুনিপ দাম সৌরভ, সদর উপজেলার সাধারণ সম্পাদক অজয় আচার্য্য, রামু উপজেলার আহবায়ক রতন মল্লিক, মহেশখালী উপজেলা শাখার মাষ্টার বিধু ভূষণ ঘোষ, উখিয়া উপজেলার রুপন বড়–য়া, 

 

পেকুয়া উপজেলার আহবায়ক ডাঃ প্রদীপ সুশীল, টেকনাফ উপজেলার রনী সুশীল, আশীষ বেদাজ্ঞ, ছাত্র-যুব ঐক্য পরিষদ শহর শাখার সভাপতি সোহেল বড়–য়া, সাধারণ সম্পাদক জনি ধর, কর্মকর্তা কল্যাণ বড়–য়া, সুজন শর্মা জন, লিমন বড়–য়া, দিলীপ বড়–য়া, সজল দাশ, ইমন বড়–য়া। সমাবেশ শেষে শত শত নেতাকর্মীদের উপস্থিতিতে বিশাল একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোলদিঘীর পাড় চত্ত্বরে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য-আইনজীবী পলাশ রায় হত্যা ও সাংবাদিক প্রবীর সিকদারকে সপরিবারে দেশছাড়া করার পাঁয়তারাসহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

আপনার বিজ্ঞাপন দিন।