প্রতিবেশী ডেস্ক: ছোটবেলায় যখনই কোনও সমস্যায় পড়েছেন তিনি কখনও ছুটেছেন আল্লার দরবারে কখনও ভগবান শিবের কাছে।
এঁদের কাছে হাত পেতে দাঁড়ালে খালি হাতে ফিরতে হয়নি তাঁকে।
আল্লাহর পাশাপাশি ভগবান শিবেরও ভক্ত ৪৯ বছর বয়সী আকবর খান। আর তাই ভগবান শিবের অপার দয়ার প্রতি কৃতজ্ঞতা জানাতে রাজস্থানের একটি শহরতলি টঙ্ক-এ আকবর খান তৈরি করেছেন শিবের মন্দির ।
৩০ এপ্রিল জনসাধারনের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়ার আগে ভগবান গণেশের পুজোর আয়োজন করেছেন তিনি।
সেই সঙ্গে থাকবে একটি কলস যাত্রা, যজ্ঞ এবং প্রসাদের ব্যবস্থাও।
তবে ঠিক কবে থেকে তিনি শিবভক্ত, তা এখন আর মনে করতে পারেন না। তাঁর মতে আল্লা হোক বা রাম - ঈশ্বরের মধ্যে কোনও ভেদাভেদ নেই।
টঙ্ক শহরের ওমবিহার কলোনীতে এরে আগে কোনও মন্দির ছিল না। ভূতেশ্বর মহাদেব নামের এই মন্দিরটি ১০০ বর্গমিটার জায়গা জুড়ে তৈরি হয়েছে।
শুধু ভগবান শিবই নন, তার সম্পূর্ণ পরিবার রয়েছে এই মন্দিরে। তবে মন্দির তৈরি করার জন্য কারও কাছ থেকে কোনও আর্থিক সাহায্য নেননি আকবর খান।
.jpg)
নিজের জমানো টাকা দিয়েই তৈরি করেছেন মন্দির। ওই শহরে রয়েছে তাঁর তৈরি একটা স্কুলও।
ভারতে বর্তমানে ধর্মীয় অসহিষ্ণুতার বিতর্ক তৈরি হয়েছে মিডিয়ায়। এমন পরিস্থিতিতে এই মন্দির তৈরি করতে গিয়ে হিন্দুধর্মের মানুষের রোষের মুখে পড়তে হয়েছিল কি না তাঁকে? বা তাঁকে হিন্দুধর্ম গ্রহণ করতে কেউ বলেছে কি না?
এই প্রশ্নের জবাবে আকবর খান বলেন, এর জন্য কোনও সমস্যার সম্মুখীন হতে হয়নি তাঁকে। তাঁর বিশ্বাস ঈশ্বরের মধ্যে কোনও ভেদাভেদ নেই। একে অপরের ধর্মের প্রতি শ্রদ্ধা থাকা অত্যন্ত জরুরী।
সূত্র: এই সময়
No comments:
Post a Comment