নতুন করে বহু হিন্দু মন্দির তৈরি করবে পাকিস্তান সরকার, পড়ুন বিস্তারিত - Voice Of Sanatan
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Voice Of Sanatan

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

নতুন করে বহু হিন্দু মন্দির তৈরি করবে পাকিস্তান সরকার, পড়ুন বিস্তারিত



পাকিস্তান-এ প্রায় ধ্বংসপ্রাপ্ত বহু হিন্দু মন্দির নতুন করে গড়ে তোলার সিদ্ধান্ত নিল ইমরান খান সরকার। উল্লেখ্য দেশভাগের পরবর্তীতে বহু হিন্দু সে দেশ ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নেন। এই মুহূর্তে সংখ্যালঘু হিসেবেই হিন্দুদের বাস পাকিস্তানে। আর তারপর থেকে রক্ষণাবেক্ষণের অভাবে সে দেশে বহু মন্দিরের বর্তমানে রয়েছে জরাজীর্ণ অবস্থায়। 

এবার সেই মন্দিরগুলোর পুনর্নিমাণ হবে বলে পাকিস্তান সরকার সূত্রে খবর। প্রথমে সিয়ালকোটে এক হাজার বছরের পুরনো শিব মন্দির ও জগন্নাথ মন্দির দিয়ে শুরু হবে এই মন্দির পুনর্নিমাণের কাজ। পরবর্তীতে পেশোয়ার, বালোচিস্তান, পাঞ্জাব প্রদেশ সহ একাধিক স্হানে আগামী দু তিন বছরের মধ্যে শেষ হবে নতুন করে মন্দির তৈরির কাজ। 

পাশাপাশি পাকিস্তান আদালতের নির্দেশ মেনে পেশোয়ার-এ নতুন করে গোরক্ষনাথ মন্দির তৈরি করে এলাকাটিকে হেরিটেজ স্হান হিসেবে ঘোষণা করা হবে বলে জানা গেছে।

2 comments:

  1. খুব আনন্দের বিষয় এটা বিশ্বদরবারে

    ReplyDelete

Post Top Ad

আপনার বিজ্ঞাপন দিন।