
৩০ শে মে: বুধবার কামালগাজি মরে প্রতি বছরের মতো ইফতার পার্টিতে সোনারপুর উত্তর বিধানসভার বিধায়িকা ফিরদৌস বেগমের পরিচালনায় এই ইফতার পার্টি হতে চলেছে। এই ইফতার পার্টিতে উপস্থিিত ছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের নব নির্বাচিত মাননীয়া সাংসদ মিমি চক্রবর্তী, নজরুল মণ্ডল, নরেন্দ্রপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলার।
No comments:
Post a Comment