আপনারা কি জানেন যে জগতে ব্রহ্মার পূজা হয় না কেন ? - Voice Of Sanatan
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Voice Of Sanatan

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

আপনারা কি জানেন যে জগতে ব্রহ্মার পূজা হয় না কেন ?



উত্তরঃ ব্রহ্মা যখন তাঁর পুত্র-পৌত্রদের দাম্পত্য জীবন গঠন
করার মাধ্যমে বিশ্ব প্রজা বৃদ্ধিতে প্রেরণা দান করেছিলেন, তখন
অন্যদিকে দেবর্ষি নারদ সংসার-বৈরাগ্য বিদ্যা শিক্ষা দিয়ে ভগবানের
ভজনা করার জন্য প্রেরণা দিতে লাগলেন । ফল-স্বরূপ সন্তান-
সন্ততিতা অনেকেই ব্রহ্মার কথা অবজ্ঞা করে নারদের কথায়
ব্রহ্মচর্য ব্রত অবলম্বন করে সচ্চিদানন্দময় ভগবদধামে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন । তখন শ্রীনারদকে ব্রহ্মা অভিসম্পাত
দিলেন, 'হে নারদ ! তুমি আমার মতো পিতারও অবজ্ঞা করছ । তুমি
কোন দিনও এক জায়গায় স্থির থাকতে পারবে না ।' এই অভিশাপ
শিরে ধারন করে দেবর্ষি নারদো শ্রীব্রহ্মাকে অভিসম্পাত দিলেন,
'হে লোকপিতামহ ! আপনি ভগবত্-তত্ত্বজ্ঞান- সম্পন্ন হয়েও
আমাদের সবাইকে সংসারী হওয়ার প্রেরণা দিয়ে চলেছেন, যার ফলে লোকে যৌনসুখমোহচ্ছন্ন হয়ে মৃত্যুময় জগতে বদ্ধ হয়ে থাকবে ।
অতএব, আপনি যতই পূজ্য হন না কেন, জগত্জীব কেউ আপনার পূজা
করবে না ।' এই বলে শ্রীনারদ অন্তর্হিত হলেন ।

No comments:

Post a Comment

Post Top Ad

আপনার বিজ্ঞাপন দিন।