মহানাম, মহাপ্রভু, মহপ্রসাদ এই শব্দগুলির ব্যাখ্যা জানেন কি ? - Voice Of Sanatan
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Voice Of Sanatan

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

মহানাম, মহাপ্রভু, মহপ্রসাদ এই শব্দগুলির ব্যাখ্যা জানেন কি ?


🌴🌹 মহানাম, মহাপ্রভু, মহপ্রসাদ এই শব্দগুলির ব্যাখ্যা জানেন কি ?
🌹 উত্তরঃ মহানাম বা মহামন্ত্র বলতে বোঝায় বৈদিক শাস্ত্রের সর্বোচ্চ মন্ত্র বা নাম ।
যেমন বলা হয়েছে---
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে হরে ।।
ইতি ষোরশকং নাম্নাং কলিকল্মষনাশনম ।
নাতঃ পরতরোপয়ঃ সর্ববেদেষু দৃশ্যতে ।।

হরেকৃষ্ণ' এই ষোল শব্দ সমন্বিত নাম মন্ত্রটি কলির কলুষ নাশ করে, এই নাম অপেক্ষা সমস্ত বেদের মধ্যেও আর শ্রেষ্ঠ কিছু নেই ।' তাই এই নামমন্ত্রকে মহামন্ত্র বা মহানাম বলা হয় '
মহাপ্রভু বলতে বোঝায় যিনি অত্যন্ত অধঃপতিতদেরকেও কৃপা করে নিজদাস্য দান পূর্বক দুঃখময় জর সংসারচক্র থেকে উদ্ধার করেন । তিনিই সমস্ত প্রভু অপেক্ষা শ্রেষ্ঠ প্রভু, তিনিই হলেন পতিতপাবন গৌরহরি মহাপ্রভু ।
দেবদেবীর উচ্ছিষ্ট ভুক্তাবশেষকে প্রসাদ বলা হয় । সমস্ত দেবদেবীর আরাধ্য যিনি, সেই ভগবান শ্রীহরির ভুক্তাবশেষকে মহাপ্রসাদ বলা হয় । শ্রীহরির অধরামৃত মহাপ্রসাদের প্রতি দেবদেবীগণও আকৃষ্ট হন । মহাপ্রসাদ সেবন করলে হৃদয়ে পারমার্থিক শুদ্ধতা আসে ।

No comments:

Post a Comment

Post Top Ad

আপনার বিজ্ঞাপন দিন।