সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ কিছুদিনের মধ্যেই রামমন্দির উদ্বোধন। তার ঠিক আগে অযোধ্যায় মদ, মাংস বিক্রি নিষিদ্ধ বলে ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর রাজ্যের আবগারি মন্ত্রী নীতীন আগরওয়াল নিষেধাজ্ঞায় জানিয়েছেন, অযোধ্যার ৮৪ কোসি পরিক্রমা মার্গে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেখানে এই ধরনের যত দোকান রয়েছে সবই অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর কথায়, " মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের সিদ্ধান্ত ৮৪ কোসি পরিক্রমা মার্গে মদ বিক্রি বন্ধ। আমরা ওখানে অবস্থিত দোকানগুলি সরিয়ে দিয়েছি। ১৫০- ১৭৫ কিলোমিটার দীর্ঘ ওই রাস্তায় সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা হয়েছে মদ বিক্রি।" পাশাপাশি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে প্রকাশ, মাংস বিক্রি ও নিষিদ্ধ করা হয়েছে মন্দির সংলগ্ন এলাকায়।
No comments:
Post a Comment