মেসি ছাদখোলা বাসে দুর্ঘটনা থেকে বাঁচলেন - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

মেসি ছাদখোলা বাসে দুর্ঘটনা থেকে বাঁচলেন


 

আর্জেন্টিনা সময় গভীর রাতে বুয়েনস আইরেসে পৌঁছেছে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল। সেখান থেকে লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, নিকোলাস ওটামেন্ডি সরাসরি বিমানবন্দরের টারমাকে অপেক্ষারত ওপেন-টপ বাসে উঠে যান।

ওই বাসেই তারা শহর ঘুরেছেন। গভীর রাতে বুয়েনস আইরেসের রাস্তায় জড়ো হওয়া হাজার হাজার ভক্তের অভিনন্দনের জবাব দেন মেসি। কিন্তু বাস প্যারেডে দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পান মেসিসহ বেশ কয়েকজন আর্জেন্টিনার ফুটবলার।

বিমান থামতেই কোচ লিওনেল স্কালোনির সঙ্গে বিশ্বকাপ ট্রফি নিয়ে নেমে আসেন মেসি। আর্জেন্টিনা দলকে হাজারো মানুষ উল্লাস করে স্বাগত জানায়। এরপরই ট্রফি হাতে নিয়ে বাসের ছাদে চলে যান মেসি। লিওনেল মেসির সঙ্গে ছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া, নিকোলাস ওদামেন্ডি, রদ্রিগো ডি পল এবং লিয়ান্দ্রো পেরেদেস। তারা সবাই ছাদওয়ালা বাসের একপাশে ছোট্ট ছাদে দাঁড়িয়ে জনতার শুভেচ্ছায় সাড়া দিচ্ছিল, ঠিক তখনই তাদের সামনে পড়ে যায় রাস্তার ঝুলন্ত তার।

দুর্ঘটনা এড়াতে তারা দ্রুত মাথা নত করে। বিশ্বকাপ ট্রফি হাতে নিয়েও ভাবতে হয়েছে মেসিকে। তবে পাশে থাকা লিয়েন্দ্রো পেরেদেস মাথায় চোট পান। আর্জেন্টিনার এই ফুটবলারও হারিয়েছেন নিজের টুপি।

তারা সবাই সঙ্গে সঙ্গে এটা নিয়ে ঠাট্টা-তামাশা করে। তবে বিষয়টি বড় বিপদ ডেকে আনতে পারত

No comments:

Post a Comment

Post Top Ad