ফ্রান্সের মন্ত্রিসভায় মুসলিমবিরোধী বিতর্কিত আইন পাস - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

ফ্রান্সের মন্ত্রিসভায় মুসলিমবিরোধী বিতর্কিত আইন পাস

 

প্যারিস: মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রকাশ করার পর ফ্রান্সে একের পর এক হিংসার ঘটনা সামনে এসেছে। এরপরেই মৌলবাদ দমনে সক্রিয় হয় ফ্রান্স সরকার (French Government)। তারই অংশ হিসেবে এবার ফ্রান্সের মন্ত্রিসভায় মুসলিমবিরোধী নতুন আইন পাশ করা হয়েছে। যা নিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে।

নতুন এই আইনে নারীর ধর্মীয় পোশাক ও ঘরোয়া ইসলামি শিক্ষার উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। নয়া এই আইনে বলা হয়েছে, শিশুদের বয়স তিন বছর হলেই স্কুল শিক্ষা বাধ্যতামূলক। বিশেষ কোনও কারণ ছাড়া ঘরোয়া শিক্ষা দেওয়া যাবে না। মূলত কঠোর অনুশাসন শেখার ‘অপ্রকাশ্য’ স্কুল বন্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া, প্রত্যেক মসজিদকে সরকারিভাবে নিবন্ধিত হতে হবে, যাতে সহজে সেগুলো শনাক্ত করা যায়। মসজিদে বিদেশি অর্থায়ন নিষিদ্ধ নয়, তবে সেটি ১০ হাজার ইউরোর বেশি হলে ঘোষণা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সরকারি অফিসসহ মার্কেট, সুইমিংপুল ও পরিবহনে ধর্মীয় পোশাক পরায় নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। এর মাধ্যমে নারীদের হিজাব পরার ওপর আরও বেশি কড়াকড়ি আরোপ হয়েছে।

মুসলিমবিরোধী এই আইন নিয়ে বিতর্ক শুরু হওয়ায় ফ্রান্সের প্রধানমন্ত্রী জঁ কাসতেক্স (Jean Castex) জানিয়েছেন, এটি সুরক্ষার আইন। কোনও ধর্মের বিরুদ্ধে এ আইন নয়। চরমপন্থা থেকে মুসলিমদের এটি মুক্তি দেবে।

No comments:

Post a Comment

Post Top Ad