স্ত্রীর দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান করছে কলেজ ছাত্রী - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

স্ত্রীর দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান করছে কলেজ ছাত্রী

 


অরবিন্দু রায়, নীলফামারী : নীলফামারী জলঢাকা উপজেলা শিমুলবাড়ী ইউনিয়নের প্রেমের প্রতারণায় শিকার হয়ে এক কলেজ ছাত্রী প্রেমিকের মোবাইল ও ফেসবুক বন্ধ পেয়ে তিন দিন ধরে তার বাড়িতে অনশন করছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে নীলফামারী জেলার জলঢাকা সদর উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের দক্ষিন (চেয়ারম্যান পাড়া) গ্রামে।

 স্থানীয় ইউপি চেয়ারম্যান বা মেম্বাররা ঘটনার কথা জানলেও আজ তিনদিন অতিবাহিত হলেও কোনো পদক্ষেপ নেননি। প্রেমিক গৌতম রায় (২৩) দক্ষিন (চেয়ারম্যানপাড়া) গ্রামের অজয় মাষ্টারের ছেলে। অত্র ইউনিয়নের শিমুলবাড়ী এস সি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক । অনশনরত ওই কিশোরী স্থানীয় একটি কলেজের ছাত্রী বলে জানা গেছে। তার বাড়ি নওদাবস, বোড়াগাড়ী ইউনিয়নের একটি গ্রামে। ছেলের সাথে কথা বললে তিনি প্রতিনিধিকে জানান তার সাথে ওই মেয়েটির তিন মাসের সম্পর্কে ছিলো। প্রেমিকার অবস্থানের কথা জানার পর থেকেই পরিবারের সবাই পলাতক।

এ দিকে মেয়ে স্মৃতি রানী বলেন, গৌতম রায়ের সাথে এক বছরের বেশি সময় ধরে সম্পর্ক চলমান তার সাথে ত্রকাধিকবার শারিরীক সম্পর্ক হয় ছেলেটির। কিন্তু বর্তমানে সে আমার সাথে যোগাযোগ বিছিন্ন করে আমাকে এরিয়ে চলছে। তাই আমি গৌতমের বাড়ীতে স্ত্রীর মর্যদার জন্য অনশন করছি। আমি মরে গেলোও বাড়ী যাবো না। ত্রবিষয়ে স্থানীয় চেয়ারম্যান মোঃ হামিদুল ইসলাম জানান, এ বিষয়টির আমি কিছু জানি না।তবে খোজ খবর নিয়ে দেখবো ৷

No comments:

Post a Comment

Post Top Ad