বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ধর্মালম্বীদের উপর হুমকি বিএনপির প্রাক্তন সেনাসদস্য-ভিডিও-সহ - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ধর্মালম্বীদের উপর হুমকি বিএনপির প্রাক্তন সেনাসদস্য-ভিডিও-সহ


 

প্রকাশ দেব,সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হওয়া বাংলাদেশ (bangladesh) সেনার প্রাক্তন মেজর দিলবর হুসেইনের (Delwar Hussain) একটি ভিডিও চাঞ্চল্য ছড়িয়েছে। অই ভিডিওতে ওনাকে হিন্দু বিরোধী মন্তব্য করতে দেখা গিয়েছে। দিলবর হুসেইন ইসলামিক কট্টরপন্থীদের মতন বাংলাদেশে বাস করা হিন্দুদের সরাসরি হুমকি দিয়েছেন। উনি মুসলিম সম্প্রদায়কে আরও রোজগার দেওয়ার জন্য বাংলাদেশের মাটি থেকে ১৫ থেকে ২০ লক্ষ হিন্দুদের উপড়ে ফেলার ডাক দিয়েছেন। আল্লাহ-এর নামে শপথ নিয়ে উনি বলেন, দেশের হিন্দুদের উপড়ে ফেললেই ১৫ থেকে ২০ লক্ষ চাকরি খালি হয়ে যাবে।


রিপোর্ট অনুজায়ি, হুসেইন বিদেশে থাকেন আর বিরোধী বিএনপি-জেইএল (জামাত-এ-ইসলামি) সংগঠনের সাথে যুক্ত। প্রাক্তন এই মেজর সম্বন্ধ্যে খুব একটা বেশি তথ্য নেই, কিন্তু এটা স্পষ্ট যে তিনি বাংলদেশের রাজনীতিতে প্রবেশ করার জন্য হিন্দু বিরোধী কট্টর মনভাবনা উস্কে দেওয়ার চেষ্টায় আছেন।প্রাক্তন মেজর নিজের ৩৩ মিনিটের ভিডিওতে হিন্দুদের প্রতি বিষ উগড়ে দিয়েছেন। উনি বলেন, ‘আমি সবাইকে আবেদন করছি যে, বাংলাদশে থাকা ভারতীয়, ভারতপ্রেমী বাংলাদেশিদের তালিকা তৈরি করুন। আমি খুব শীঘ্রই একটি ওয়েবসাইট লঞ্চ করব, যেখানে আপনি ওদের নাম দিতে পারবেন। আমি পুলিশ আর বাংলাদেশের সেনাকে এই নামের তালিকা গুলো পাঠাবো। খুব শীঘ্রই হিন্দুদের ভারতে পাঠিয়ে দেওয়ার সময় আসবে।

 

হুসেইনের ওই ভিডিও ফেসবুকে খুব ভাইরাল হয়েছে ২ হাজারের বেশি মানুষ সেই ভিডিও শেয়ার করেছেন। উনি ভারতীয় নাগরিকদের বাংলাদেশের সবথেকে বর শত্রু হিসেবে গণ্য করেছেন। আর তিনি হিন্দুদের বাংলাদেশ থেকে উপড়ে ফেলার হুমকিও দিয়েছেন। উনি বাংলাদেশের সেসব শিল্পপতিদেরও হুমকি দিয়েছেন, যারা ভারতীয়দের সন্মান দেয় আর হিন্দুদের চাকরি দেয়।

 


No comments:

Post a Comment

Post Top Ad