মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় ১জন গ্ৰেপ্তার - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় ১জন গ্ৰেপ্তার

 

 
প্রকাশ দে,মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

উপজেলার শ্রীনগর বাজারের অনন্ত দেব মন্দিরে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে শ্রীনগরথানার ওসি হেদায়তুল ইসলাম ভূইয়া জানিয়েছেন,

আটক ব্যক্তির নাম রাকিব হোসেন (৩০) বলে জানিয়েছে পুলিশ। 

ওসি বলেন, সকালে মন্দিরে দুইজন নারী প্রার্থনা করছিলেন। এ সময় রাকিব মন্দিরে ঢুকে সেখানে রাখা একটি রাধা-কৃষ্ণের একটি প্রতিমা ভাংচুর করে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

রাকিব মানসিক প্রতিবন্ধী এবং এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা। ।

জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবির চক্রবর্তী এ ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, “প্রায় আড়াইশ বছরের প্রাচীন এই মন্দির সুরক্ষিত অবস্থায় ছিল। এর মধ্যে দিনের বেলায় এ ঘটনায় আমরা বিস্মিত।”

এ ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা উদঘাটনের ও দাবি জানান তিনি।

 

No comments:

Post a Comment

Post Top Ad