শুধুই শনিবার বা মঙ্গলবার নয় প্রতিদিনই এই মন্ত্রগুলি জপ করলে শনিদেবের মহাদশা জীবন থেকে কেটে যাবে। জীবনের অনেক কাজই বাধাপ্রাপ্ত হয়ে থাকে ঢাইয়া ও সাড়ে সাতির রোষে।
এর ফলে মানসিক চাপও বৃদ্ধি পায়৷ প্রতিদিন স্নানের পরে যদি হনুমানচল্লিশা পাঠ করা যায় তার ফলে মিলতে পারে বিশেষ উপকার৷ সময়ে অভাবে যদি হনুমান চল্লিশা পাঠ করা সম্ভব না হয় জয় ‘হনুমানজির জয়’ এটি সাত বার করে জপ করুন, সম্পূর্ণ রূপে না হলেও কিছুটা পরিবর্তন আসবে আপনার জীবনে




এছাড়া, “হে হনুমান তুমি সঙ্কটমোচক আমার প্রার্থনা তুমি, শ্রীরামচন্দ্র, মাতা জানকি ও খু্ল্লতাত লক্ষ্মণ আমার হৃদয়ে বাস কর , হে অঞ্জনাসুত তোমার জয়। হে হনুমান তুমি অসীম জ্ঞানের সাগর তোমার তুলনা তুমিই৷ তিন লোক অর্থাৎ স্বর্গ, মর্ত ও পাতালে তোমার কীর্তি পরিব্যপ্ত হে অঞ্জনসুত তোমার জয় হোক।”


জীবনে সুস্থিরতা আসবে প্রতিদিন পাঠ করলেই। জীবনের সকল প্রকার বাধা কাটবে, জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি।

No comments:
Post a Comment