প্রশাসনের সহযোগীতায় ফিরে পেল ৫০ বছরের সুপরিচিত মা কালি মিষ্টি ভান্ডার। চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের কালির হাট এলাকার ৫০ বছরের সুপরিচিত মা কালি মিষ্টি ভান্ডার। ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিল চাঁদাবাজ,সন্ত্রাসী নাজিম প্রকাশ (গুটি নাজিম) সৌরভ ও লোকমান।
প্রানের ভয়ে বন্ধ করে দেয় ৫০ বছরের সুপরিচিত মা কালি মিষ্টি ভান্ডার প্রকাশ হরি কাকার মিষ্টির দোকান। এই সন্ত্রাসীদের হুমকির মুখে পড়েন দোকানে মালিক বয়স্ক হরিপদ দে। এই বিষয়টি বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চন্দনাইশ প্রশাসনের নজরে আসে। এবং প্রশাসনের সহযোগিতায় থানায় অভিযোগ করেন দোকান মালিকের ছোট ছেলে সুজিত দে।
অভিযোগের ভিত্তিতে চাঁদাবাজ সন্ত্রাসীর অন্যতম সদস্য সৌরভ ও লোকমান কে গ্রেপ্তার করে পুলিশ।মুল আসামী নাজিম প্রকাশ( গুটি নিজিম্যা) কে গ্রেফতার করা সম্ভব হয়নি এখনো। স্থানীয় প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানান কালির হাট বাজার সমিতি ও এলেকার জনসাধারন। খুলে দেওয়া হয় মা কালি মিষ্টি ভান্ডারের তালা।
সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিবাদে ও প্রশাসনের আন্তরিক সহযোগিতায় ৫০ বছরের সুপরিচিত মা কালি মিষ্টি ভান্ডার ফিরে পেলেও চাঁদাবাজ,সন্ত্রাসী নাজিম প্রকাশ( গুটি নিজিম্যা),কে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান স্থানীয় জনগণ ।
No comments:
Post a Comment