বালিয়াডাঙ্গীতে এক রাতে ১২টি মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা, সরজমিনে বি ডি এম ডাব্লুর প্রতিনিধি দল - Voice Of Sanatan
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Voice Of Sanatan

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

বালিয়াডাঙ্গীতে এক রাতে ১২টি মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা, সরজমিনে বি ডি এম ডাব্লুর প্রতিনিধি দল


 

 

সিনিয়র রিপোর্টার আব্দুর।


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর সিন্ধুরপিন্ডিতে গত (৪ ফেব্রুয়ারি ২০২৩) দিবাগত রাতে রাধাকৃষ্ণ মন্দিরসহ ১২ টি মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

উক্ত বিষয়ে প্রশাসন সহ বাংলাদেশ মাইনরিটি ওয়াচের একটি প্রতিনিধি দল গত (২৩ ফেব্রুয়ারি ২০২৩) ঘটনাস্থল পরিদর্শনে যান।


বি ডি এম ডাব্লুর প্রতিনিধি দল ১/ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা আন্তর্জাতিক এ্যাডভাইজার ডঃ রির্চাড বেনকিন। ২/বাংলাদেশ সভাপতি অ্যাড রবীন্দ্র ঘোষ। মানবাধিকার কর্মী, ৩/মোঃ আব্দুর রাজ্জাক।৪/মোঃ শাহিনুর ইসলাম।৫/ শ্রী গৌরহরি বর্মন। ৬/শ্রী অলক মহন্ত জয়, ৭/ শ্রী অরুন রায় ।

প্রশাসন, বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী অফিসার শ্রী বিপুল কুমার দাস, বালিয়াডাঙ্গী থানার তদন্ত ওসি সহ আরও অন্যান্য অফিসারগণ উপুস্থিত ছিলেন।

এলাকা সুত্রে জানা যায় উপজেলার বিভিন্ন গ্রামে উক্ত তারিখে  ১২টি মন্দিরের ১৪ টি প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা।

এবিষয়ে মন্দির কমিটির সভাপতি শ্রী যতিন্দ্র নাথ সিংহ বাদী হয়ে অজ্ঞাত নামা ব্যক্তিদের বিরুদ্ধে গত (৫ ফেব্রুয়ারি ২০২৩) একটি মামলা দায়ের করেন, মামলা নং ২/১১ ।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জানান অতিদ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বি ডি এম ডাব্লুর প্রতিনিধি দল সরজমিনে ঘটনার বিষয়ে তদন্ত করেন ও তিব্র নিন্দা জানান, এবং প্রশাসনের সাথে মতবিনিময়কালে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

No comments:

Post a Comment

Post Top Ad

আপনার বিজ্ঞাপন দিন।