জেরুজালেম: জেরুজালেমের একটি মসজিদ ভেঙে ফেলার নির্দেশ দিল ইসরায়েলের আদালত। ইসরায়েলের একটি আদালত পূর্ব জেরুজালেমের সিলওয়ান শহরের কাক্কা বিন আমর নামের ওই মসজিদ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। সোমবার ইসরায়েলের আদালত জানিয়েছে, ওই মসজিদ নির্মাণের ক্ষেত্রে ‘অনুমতির অভাব’ রয়েছে। মসজিদটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছে।
২০১২ সালে কাক্কা বিন আমর (Qaqaa Bin Amr) মসজিদটি নির্মাণ করা হয়। তারপর থেকে ওই মসজিদে প্রায় প্রতিদিনই প্রচুর মুসল্লি নমাজ আদায় করতে আসতেন।
ইসরায়েলের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে গাজার ওয়াকফ এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। তারা নিন্দা জানিয়ে ইসরায়েলকে সতর্ক করেছে। এছাড়া জেরুজালেমে মুসলিমদের পবিত্র স্থান এবং উপাসনাস্থল রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়, আরব লীগ এবং ইসলামিক কনফারেন্সের সংগঠনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
সিলওয়ান ভূমি রক্ষার কমিটির সদস্য খালেদ আবু তাইহ জানিয়েছেন, ইসরাইল বেশ কয়েক বছর ধরে মসজিদটিকে টার্গেট করে আসছে। এর আগে মসজিদটিকে জরিমানা করা হয়েছে এবং মসজিদের কাজ আটকানোর চেষ্টাও করা হয়েছে।
খালেদ আবু তাইহ জানান, ইসরায়েল সম্প্রতি জেরুজালেমে তাদের ধ্বংসযজ্ঞের অভিযান তীব্র করেছে। সিলওয়ান এলাকায় ফিলিস্তিনিদের কয়েক ডজন বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দিয়েছে তারা। উল্লেখ্য, সিলওয়ান মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান আল-আকসা মসজিদের কাছে অবস্থিত।
suce... /kolkatatribune.in
No comments:
Post a Comment